Akhil Giri Attacked: নিজের কেন্দ্রেই পুলিশের হাতে মার খেলেন তৃণমূল বিধায়ক অখিল গিরি? সমবায় ভোটকে ঘিরে রামনগরে তুলকালাম
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
কাঁথি কো অপারেটিভ কৃষি ও গ্রামীণ উন্নয়ন সমবায় ব্যাঙ্কের মতো ৭৮টি আসনে ভোটগ্রহণ হওয়ার কথা৷
পঙ্কজ দাশরথী, রামনগর: সমবায় ব্যাঙ্কের নির্বাচনকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়াল পূর্ব মেদিনীপুরের রামনগরে৷ পুলিশের হাতেই আক্রান্ত হওয়ার অভিযোগ করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং রামনগরের বিধায়ক অখিল গিরি৷ বিজেপি কর্মীদের পাশাপাশি পুলিশও তাঁকে ধাক্কাধাক্কি করেছে বলে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন শাসক দলের এই দাপুটে নেতা৷ তাঁর হাতে চোট লেগেছে বলে অভিযোগ করেছেন অখিল গিরি৷
কাঁথি কো অপারেটিভ কৃষি ও গ্রামীণ উন্নয়ন সমবায় ব্যাঙ্কের নির্বাচবনকে কেন্দ্র করে এ দিন সকাল থেকেই পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়৷ এই নির্বাচনকে কেন্দ্র করে অশান্তির আশঙ্কাও ছিল৷ কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর আবেদন হাইকোর্টে খারিজ হয়ে যাওয়ার পর পুলিশি নিরাপত্তা দিয়েই সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়৷ এর পর থেকেই ভোটগ্রহণকে কেন্দ্র করে জেলার বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর আসতে থাকে৷ এর মধ্যে তুলকালাম কাণ্ড হয় রামনগরের ভোটগ্রহণ কেন্দ্রে৷
advertisement
আরও পড়ুন: শিঙারার সঙ্গে কেন চাটনি কম, দোকানকর্মীকে সপাটে চড়! বীরভূমে আটক তৃণমূল কাউন্সিলর, চাইতে হল ক্ষমা
advertisement
বৈধ ভোটারদের ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না, এই অভিযোগ তুলে রামনগরের একটি স্কুলের ভোটগ্রহণ কেন্দ্রের সামনে গিয়ে রিটার্নিং অফিসার এবং পুলিশের সামনে ক্ষোভে ফেটে পড়েন তিনি৷ পুলিশের সঙ্গে কথা কাটাকাটিতেও জড়ান তৃণমূল বিধায়ক৷ জোর করে ভোটগ্রহণ কেন্দ্রে ঢুকতে গেলে পুলিশ তাঁকে বাধা দেয়৷ পুলিশকর্মীদের সঙ্গে অখিল গিরির কার্যত ধস্তাধস্তির ছবিও ক্যামেরায় ধরা পড়েছে৷ অখিল গিরিকে জাপটে ধরতে দেখা যায় এক পুলিশকর্মীকে৷ তবে শুধু রামনগর নয়, ভোট শুরুর পর কাঁথিতেও হাতাহাতিতে জড়ান তৃণমূল এবং বিজেপি কর্মী সমর্থকরা৷
advertisement
অখিল গিরি বলেন, ‘পুলিশ আমাদের বৈধ ভোটারদের বাধা দিচ্ছে৷ পরিচয়পত্র থাকলেও ঢুকতে দিচ্ছে না৷ পুলিশ এটা করতে পারে না৷ পোলিং অফিসার, রিটার্নিং অফিসার আছেন৷ আমি সেটাই বলতে গিয়েছিলাম৷’ এক ডিএসপি পদমর্যাদার অফিসারের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেন রামনগরের তৃণমূল বিধায়ক৷
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর অভিযোগ, পুলিশই তাঁর উপরে হামলা চালিয়েছে৷ ক্ষুব্ধ তৃণমূল বিধায়ককে বলতে শোনা যায়, ‘এই জন্যই রামনগরে সমস্যা হচ্ছে৷ পুলিশের লোক আমাকে মেরেছে৷’ বিজেপির প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারীর অবশ্য অভিযোগ, অখিল গিরি নিজে ভোটকেন্দ্রে গিয়ে অশান্তিতে প্ররোচনা দিয়েছেন৷
advertisement
অখিল গিরিকে প্রথমে রামনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে তাঁকে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়৷ চিকিৎসক জানিয়েছেন, অখিল গিরির হাতে, বুকে এবং কোমরে আঘাত রয়েছে৷ তবে তাঁর অবস্থা স্থিতিশীল বলেই জানিয়েছেন চিকিৎসক৷
কাঁথি কো অপারেটিভ কৃষি ও গ্রামীণ উন্নয়ন সমবায় ব্যাঙ্কের মতো ৭৮টি আসনে ভোটগ্রহণ হওয়ার কথা৷ এর মধ্যে ১৪টি আসনে তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল৷ মোট ভোটারের সংখ্যা ৫৮ হাজারের বেশি৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
March 29, 2025 3:04 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Akhil Giri Attacked: নিজের কেন্দ্রেই পুলিশের হাতে মার খেলেন তৃণমূল বিধায়ক অখিল গিরি? সমবায় ভোটকে ঘিরে রামনগরে তুলকালাম