Lakhimpur Kheri Case: প্রবল প্রতিবাদের ফসল, লখিমপুর কাণ্ডের চার্জশিটেও প্রধান অভিযুক্ত মন্ত্রীপুত্র!
- Published by:Suman Biswas
Last Updated:
Lakhimpur Kheri Case: লখিমপুর খেরিতে গত ৩ অক্টোবরের ঘটনার মূল অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের পুত্র আশীষ মিশ্রকে।
#নয়াদিল্লি : লখিমপুর খেরি কাণ্ডে (Lakhimpur Kheri Case) চার্জশিট পুলিশের। সোমবার, কৃষক হত্যার ঘটনায় পাঁচ হাজার পাতার চার্জশিট পেশ করেছে পুলিশ। গত ৩ অক্টোবরের ঘটনার মূল অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের পুত্র আশীষ মিশ্রকে। তিন মাস পর এই চার্জশিট আদালতে পেশ করা হল। মন্ত্রী পুত্রকে এই ঘটানায় মূল অভিযুক্ত করায় আরও অস্বস্তি বাড়ল কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের। এমনিতেই বিরোধীরা মন্ত্রীত্ব থেকে ইস্তফা দাবি করছিল।
এফআইআরে খুনের মামলা দায়ের হয়েছে আগেই। লখিমপুর খেরিতে কৃষকদের গাড়ি চাপা দেওয়া মামলায় আরও বিপাকে পড়লেন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্র। জানা গিয়েছে, লখিমপুর কাণ্ডে ১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে চার্জশিটে।সিআরপিসি অনুযায়ী ৯০ দিনের মধ্যে চার্জশিট পেশ করতে হয় পুলিশকে। সেই মতোই এদিন চার্জশিট পেশ করা হয়েছে।
advertisement
advertisement
গত ৩ অক্টোবর উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে কৃষকদের শান্তিপূর্ণ জমায়েতে গাড়ি নিয়ে ঢুকে পড়ার অভিযোগ ওঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্রের বিরুদ্ধে। গাড়ির তলায় চাপা পড়ে মৃত্যু হয় চার কৃষকের। ঘটনায় চার কৃষক এবং একজন স্থানীয় সাংবাদিক ও বিজেপি কর্মী সহ মোট আটজনের মৃত্যু হয়। মামলায় বিভিন্ন এফআইআর-এ সাক্ষীদের মিশিয়ে দেওয়ার বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ।
advertisement
প্রধান বিচারপতি বলেছেন, তিনি চান কৃষক, সাংবাদিক, রাজনৈতিক কর্মী- এই তিন হত্যার সঠিক তদন্ত হোক। বিশেষ তদন্তকারী দল গঠন হয়। পুরো ঘটনার তদন্ত করছে সিট।এর আগে আদালতে সিটের রিপোর্টে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, লখিমপুর খেরির কৃষক হত্যার ঘটনা ছিল পরিকল্পতি ষড়যন্ত্র। জনরোষ উপেক্ষা করে অভিযুক্ত আশিসের বাবাকে এখনও কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রীর পদে বহাল রাখা নিয়ে এমনিতেই অস্বস্তিতে বিজেপি। তার পরে আবার বিরোধীরাও আরও চাপ বাড়াচ্ছেন। মন্ত্রীর বরখাস্তের দাবিতে পথে নেমেছে গোটা বিরোধী শিবির।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 03, 2022 1:31 PM IST