Abhishek Banerjee: BJP বিরোধিতার নামে আসলে কংগ্রেসকে দুর্বল করাই লক্ষ্য? অভিযোগ উড়িয়ে স্ট্র্যাটেজি জানালেন অভিষেক

Last Updated:

Abhishek Banerjee: কংগ্রেসের খামতির কথা তুলে ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংযোজন, ''দিল্লি থেকে বসে চারটে প্রেস কনফারেন্স ও ট্যুইট করলে হবে না। আমি কলকাতায় বসে ত্রিপুরা জিতব, এটা হয় না।''

অভিষেকের আক্রমণ
অভিষেকের আক্রমণ
#আগরতলা: নতুন বছরের শুরুতেই, দু'দিনের সফরে ত্রিপুরা গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর এই সফর আগরতলা কেন্দ্রিক নয়, বরং তিনি যাচ্ছেন ত্রিপুরার জেলায়-জেলায়। আক্রান্ত কর্মীদের বাড়িতে মধ্যাহ্নভোজনও সেরেছেন তিনি। তৃতীয় বারের মতো বাংলায় ক্ষমতা দখলের পর এখন তৃণমূলের নজরে বেশ কিছু রাজ্য। আর সেই সূত্রেই তৃণমূলের বিরুদ্ধে অভিযোগও উঠছে, বিজেপি বিরোধিতার নামে আদতে তৃণমূল বিভিন্ন রাজ্যের কংগ্রেস সংগঠনে ভাঙন ধরিয়ে নিজেদের ঘর গড়ে তুলছে। যদিও এই অভিযোগকে এবার সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, ''কংগ্রেসেকে দুর্বল করছে না তৃণমূল। তৃণমূল সেখানেই যাচ্ছে, যেখানে বিজেপি আছে। কংগ্রেস শাসিত রাজ্যে আমরা যাচ্ছি না। যদি তাদের দুর্বল করতে চাইতাম তাহলে পঞ্জাব যেতাম, ছত্তীশগড়, ঝাড়খন্ড, মহারাষ্ট্রে যেতাম। কংগ্রেসের অনেক নেতা যোগাযোগ করে আমাদের সঙ্গে। সেই হিসেবে দেখলে তো দলটাই উঠে যেত। আমরা যেমন ইউপি'তে যাব না।কিন্তু কংগ্রেসকে শীতঘুম ভেঙে বেরোতে হবে।''
কংগ্রেসের খামতির কথা তুলে ধরে অভিষেকের সংযোজন, ''দিল্লি থেকে বসে চারটে প্রেস কনফারেন্স ও ট্যুইট করলে হবে না। আমি কলকাতায় বসে ত্রিপুরা জিতব, এটা হয় না। হাজার আইনি লড়াই, বিপত্তি উড়িয়ে আমি তো ত্রিপুরা আসছি। তাই কংগ্রেসকে দুর্বল করা আমাদের উদ্দেশ্য নয়।
বিজেপিকে হারানোই আমার কাজ।''
advertisement
বস্তুত এ রাজ্যের মতোই আরও নানা রাজ্যে অন্য দল থেকে নেতা-কর্মীদের নিজেদের দিকে টানছে তৃণমূল। তবে, সেই দলবদল প্রসঙ্গে এদিন কড়া বার্তা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বলেন, ''কাউকে জোর করে দলে নিয়ে আসা হবে না। কেউ স্বেচ্ছায় আসতে চাইলে দলে স্বাগত। কিন্তু ভয় দেখিয়ে কাউকে দলে আনা হবে না। নিঃশর্তে দলে আসতে হবে। মাঠে ময়দানে পরে থেকে লড়াই করতে হবে। আগামী এক বছর রাস্তা মসৃণ নয়। কারণ শূন্য থেকে শুরু করেছি আমরা।''
advertisement
ত্রিপুরায় তৃণমূলের উত্থান প্রসঙ্গে বলতে গিয়ে অভিষেক এদিন বলেন, ''আক্রমণ তৃণমূলের উপরেই হচ্ছে। সিপিএম ১৬ আসন পেয়েও গঠনমূলক বিরোধিতা করেনি। ২০১৩-র তৃণমূল আর ২০২২-এর তৃণমূল আলাদা। তৃণমূল যে শক্তি নিয়ে এখন ঝাঁপিয়েছে তা আগে ছিল না ত্রিপুরায়।''
advertisement
ত্রিপুরা নিয়ে তৃণমূল যে যথেষ্ট আশাবাদী এদিন তা ফের একবার স্পষ্ট করে দিয়েছেন দলের শীর্ষ নেতা। অভিষেকের কথায়, ''আগামী কিছু মাসের মধ্যেই নতুন পার্টি অফিস হবে এখানে। রাজ্য কমিটি ঘোষণা হয়ে যাবে চলতি মাসেই। বাকি কমিটি সময় সাপেক্ষ। বিভিন্ন রাজনৈতিক দলের একাধিক গুরুত্বপূর্ণ মুখ যোগ দিতে চাইছে। তাঁরা আগে যোগ দিক। মমতা বন্দোপাধ্যায় এখন জাতীয় মুখ। তাঁকে দেখেই আশার আলো দেখছে মানুষ। ময়দান ছেড়ে যাওয়া যাবে না। মাটি কামড়ে পড়ে থাকতে হবে। ত্রিপুরার জন্যে আলাদা করে দলের মুখপাত্র নিয়োগ হবে।''
বাংলা খবর/ খবর/দেশ/
Abhishek Banerjee: BJP বিরোধিতার নামে আসলে কংগ্রেসকে দুর্বল করাই লক্ষ্য? অভিযোগ উড়িয়ে স্ট্র্যাটেজি জানালেন অভিষেক
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement