বদলে যাচ্ছে রাজধানী, শতাব্দী দুরন্ত এক্সপ্রেসের মেনু, কমানো হচ্ছে খাবারের পরিমাণও

Last Updated:

বদলে যাচ্ছে রাজধানী, শতাব্দী দুরন্ত এক্সপ্রেসের মেনু, কমানো হচ্ছে খাবারের পরিমাণও

#নয়াদিল্লি: বদলাচ্ছে রাজধানী, শতাব্দী, দুরন্ত এক্সপ্রেসের মেনু। বাদ যাচ্ছে স্যান্ডউইচ, স্যুপ, জুস। মেনুতে নয়া সংযোজন ভাজি, সুইট পপকর্ন, চকোলেট। চিকেন এবার থেকে বোনলেস। আইআরসিটিসি-র দাবি, যাত্রীদের স্বাদ বুঝেই এই উদ্যোগ।
যাত্রী স্বাচ্ছন্দ্যে আরও গুরুত্ব দিচ্ছে রেল। বদল আসছে মেনুতে। ব্রেকফার্স্টের মেনুতে বাদ যাচ্ছে জুস। বদলে মিলবে ছোট চকোলেট। সঙ্গে থাকছে পাউরুটি, মাখন, অমলেট। লাঞ্চ, ডিনারে আগে থাকত ভাত, ডাল, চিকেন, দই। চিকেনের বদলে পনির পেতেন ভেজিটেরিয়ানরা। এখন মিলবে ভাজিও।
আইআরসিটিসি গ্রুপ জেনারেল ম্যানেজার দেবাশিস চন্দ্র বলেন,‘সমীক্ষা করে দেখেছি, যাত্রী সাধারণ সব খাবার পছন্দ করছেন না। যেমন স্যুপ। আমরা স্যুপের বদলে ভাজি আনছি।’
advertisement
advertisement
বিকেলের টিফিন থেকে বাদ স্যান্ডউইচ। বদলে আসছে সুইট পপকর্ন। সঙ্গে মিলবে সিঙ্গারা, কচুরি, মসালা বড়া, এগলেস মাফিন, সন্দেশ, চা। পছন্দ মাফিক দুধ চা অথবা গ্রিন টি পাবেন যাত্রীরা।
বদল আসছে খাবারের মান ও পরিমাণেও। আগে প্রতি মিলে চিকেন দেওয়া হত ১৫০ গ্রাম ৷ এখন থেকে মিল প্রতি চিকেন মিলবে ১২০ গ্রাম ৷ রান্নায় শুধুমাত্র বোনলেস চিকেন ব্যবহার করবে আইআরসিটিসি ৷ তবে পরপর লাঞ্চ, ডিনারে চিকেন মিলবে না। লাঞ্চে চিকেন খেলে ডিনারে ডিম পাবেন যাত্রীরা । ভেজিটেরিয়ানদের প্রথমবার পনির ও পরেরবার মিক্সড সব্জি দেওয়া হবে।
advertisement
আইআরসিটি-র খাবার পেতে যাত্রীকে দিতে হয় অতিরিক্ত ২২৬ টাকা ৷ প্রত্যেক যাত্রীর খাবারে রেলের খরচ হয় ৩১০ টাকা ৷ রেলকে ভর্তুকি দিতে হয় ৮৪ টাকা ৷ সোমবার থেকেই শিয়ালদা-দিল্লি দুরন্ত এক্সপ্রেসে চালু হয়ে গিয়েছে নয়া মেনু। ধীরে ধীরে রাজধানী, শতাব্দীতেও মেনু বদল হবে।
বাংলা খবর/ খবর/দেশ/
বদলে যাচ্ছে রাজধানী, শতাব্দী দুরন্ত এক্সপ্রেসের মেনু, কমানো হচ্ছে খাবারের পরিমাণও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement