Chandrayaan-5: ইসরোর সঙ্গে গাঁটছড়া বাঁধছে জাপান! চন্দ্রযান-৫ নিয়ে বিশাল বড় পরিকল্পনা ভারতের

Last Updated:

এই নতুন চন্দ্রযান-৫ মিশন ভারতের মহাকাশ গবেষণার ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ হতে চলেছে, যা জাপানের সহযোগিতায় আরও শক্তিশালী ও তথ্যবহুল হবে।

News18
News18
নয়াদিল্লি: ভারতের মহাকাশ গবেষণায় বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র৷ চন্দ্রযান-৫ অভিযানে এবার ইসরোর সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছে জাপান৷ কেন্দ্রীয় সরকারের তরফে ইতিমধ্যেই এই বিষয়ে অনুমোদন এসেছে৷ ইসরো চেয়ারম্যান ভি নারায়ণন জানিয়েছেন, চন্দ্রযান ৫ অভিযানের মূল লক্ষ্য আরও খুঁটিয়ে চাঁদকে অধ্যয়ন করা৷ জানা গিয়েছে, এবারের অভিযানে পূর্ববর্তী মিশনগুলোর তুলনায় ভারী রোভার ব্যবহার করা হবে৷
ভি নারায়ণন এক অনুষ্ঠানে বলেন, “মাত্র তিন দিন আগে চন্দ্রযান-৫ মিশনের অনুমোদন আমরা পেয়েছি। এটি আমরা জাপানের সহযোগিতায় পরিচালনা করব।”
২০২৩ সালের ২৩ অগাস্ট চন্দ্রযান ৩ মিশনে বিক্রম ল্যান্ডার সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে ‘সফট ল্যান্ডিং’ করেছিল৷ চন্দ্রযান-৫ মিশনের অংশ হিসেবে ২৫০ কেজি ওজনের রোভার থাকবে বলে জানা গিয়েছে৷ এটি চন্দ্রযান -৩-এর ২৫ কেজি ‘প্রজ্ঞান’ রোভারের তুলনায় ১০গুণ বেশি ভারী৷
advertisement
advertisement
চন্দ্রযান মিশনের সংক্ষিপ্ত বিবরণ
ভারতের চন্দ্রযান কর্মসূচি চাঁদ অনুসন্ধানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্থাপন করেছে। এ পর্যন্ত তিনটি সফল মিশন পরিচালিত হয়েছে।
চন্দ্রযান-১ (২০০৮):
এটি চাঁদের রাসায়নিক মানচিত্র তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
চাঁদের খনিজ ও ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করেছিল।
advertisement
চন্দ্রযান-২ (২০১৯):
ল্যান্ডার চাঁদের মাটিতে নামার সময় ব্যর্থ হলেও, এর কক্ষপথ পরিক্রমণকারী (Orbiter) এখনও চাঁদের উচ্চ-রেজোলিউশন চিত্র ও বৈজ্ঞানিক ডেটা প্রেরণ করছে।
চন্দ্রযান-৩ (২০২৩):
এটি চাঁদের দক্ষিণ মেরুতে সফল সফট ল্যান্ডিং নিশ্চিত করে।
বিক্রম ল্যান্ডার ও প্রজ্ঞান রোভার চাঁদে অবতরণ করে বৈজ্ঞানিক গবেষণা চালিয়েছে।
advertisement
ভবিষ্যৎ পরিকল্পনা
চন্দ্রযান-৪ (২০২৭): এই মিশনের লক্ষ্য চাঁদ থেকে নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরিয়ে আনা।
গগনযান মিশন: ভারতের নিজস্ব মানব মহাকাশ মিশন, যেখানে ভারতীয় নভোচারীরা মহাকাশে যাবেন।
ভারতীয় মহাকাশ স্টেশন: আইএসআরও পরিকল্পনা করছে একটি নিজস্ব মহাকাশ স্টেশন স্থাপনের, যা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (ISS) মতো কাজ করবে।
এই নতুন চন্দ্রযান-৫ মিশন ভারতের মহাকাশ গবেষণার ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ হতে চলেছে, যা জাপানের সহযোগিতায় আরও শক্তিশালী ও তথ্যবহুল হবে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Chandrayaan-5: ইসরোর সঙ্গে গাঁটছড়া বাঁধছে জাপান! চন্দ্রযান-৫ নিয়ে বিশাল বড় পরিকল্পনা ভারতের
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement