Covid 19: বাড়ছে করোনা আতঙ্ক! বুস্টার ডোজের নিয়মে বড় বদলের ঘোষণা করল কেন্দ্র

Last Updated:

Covid 19:সারা দেশে লাফিয়ে লাফিয়ে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
#নয়াদিল্লি: করোনার বুস্টার ডোজ নেওয়ার বিষয়ে বড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। এত দিন কোভিডের দ্বিতীয় টিকা নেওয়ার ৯ মাস পর নেওয়া যেত বুস্টার ডোজ, এ বার সেই নিয়ম পাল্টে করে দেওয়া হল ৬ মাস। সারা দেশে লাফিয়ে লাফিয়ে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করে এই ঘোষণা করে দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে বর্তমান পরিস্থিতি ও সারা পৃথিবীতে যে নিয়ম চলছে সেই দিকে খেয়াল রেখে বর্তমান স্ট্য়ান্ডিং টেকিনক্য়াল সাব -কমিটি  সিদ্ধান্ত নিয়েছে যে করোনা টিকার দ্বিতীয় ডোজ ও বুস্টার ডোজের মধ্যেকার সময়সীমা ৯ মাস অর্থাৎ ৩৯ সপ্তাহ থেকে কমিয়ে ৬ মাস অর্থাৎ ২৬ সপ্তাহ করা হোক।
advertisement
advertisement
কেন্দ্রীয় স্বাস্থ্য সচিবের দেওয়ার চিঠিতে লেখা হয়েছে, সমস্ত রাজ্য়কে এই নিয়ম মানতে হবে। সেখানে লেখা হয়েছে, '১৮ থেকে ৫৯ বছরের মধ্য়ে যে মানুষেরা করোনার বুস্টার ডোজ পাবেন, তাঁদের দ্বিতীয় টিকা নেওয়ার ৬ মাস অর্থাৎ ২৬ সপ্তাহের মধ্য়ে সেই বুস্টার টিকা দিতে হবে। বেসরকারি করোনা টিকাকরণ কেন্দ্রের ক্ষেত্রে এই নিয়ম রয়েছে। এ ছাড়া যাঁদের বয়স এখন ৬০ বছরের বেশি, পাশাপাশি স্বাস্থ্যকর্মী ও প্রথম সারির করোনা যোদ্ধাদের ক্ষেত্রে সরকারি টিকাকরণের কেন্দ্র থেকে বিনামূল্য়ে করোনার টিকা দেওয়া হবে। তাঁদের ক্ষেত্রেও দ্বিতীয় টিকা নেওয়ার ৬ মাস অর্থাৎ ২৬ সপ্তাহ পর থেকে এই টিকাকরণ করতে হবে।'  এই বিষয়ে বিস্তারিত ঘোষণা করে কো-উইন অ্যাপে পরিবর্তন ইতিমধ্য়ে করা হয়ে গিয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Covid 19: বাড়ছে করোনা আতঙ্ক! বুস্টার ডোজের নিয়মে বড় বদলের ঘোষণা করল কেন্দ্র
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement