Covid 19: বিদেশ থেকে ভারতে এলেই মানতে এই কঠোর নিয়ম, ঘোষণা করে দিল কেন্দ্র
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
Covid 19: যদি তাঁদের রিপোর্ট নেগেটিভ আসে, তাহলে ও পরবর্তী সাতদিন তাঁরা নিজের স্বাস্থ্যের দিকে বিশেষ খেয়াল রাখবেন।
#নয়াদিল্লি: বিদেশ থেকে আগত যাত্রীদের ভারতে প্রবেশের পর সাত দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নিয়ম চালু করল কেন্দ্রীয় সরকার। এই নিয়ম বাধ্যতামূলক ভাবে মানতে হবে। দেশে করোনা পরিস্থিতি (Covid Situation) উদ্বেগজনক হওয়ার পরেই এই সিদ্ধান্তের কথা জানিয়েছে কেন্দ্র। ভারতে ২১৪ দিন পর দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ছাড়িয়েছে। দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও ছাড়িয়েছে ৩ হাজার। দেশের মোট ২৭টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলে ওমিক্রন আক্রান্তরা ছড়িয়ে রয়েছে। সেই পরিস্থিতিতেই সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে কেন্দ্র।
আরও পড়ুন - হাতে সময় প্রায় নেই! জানুয়ারিতেই দৈনিক সংক্রমণ পৌঁছবে ৪-৮ লক্ষে! আশঙ্কার মেঘ...
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে একটি নির্দেশ জারি করে বলা হয়েছে, সমস্ত যাত্রী (এমনকী সেই যাত্রীরাও যাঁদের দেশে প্রবেশের পর করোনা পরীক্ষা করা হয় ও ফল নেগেটিভ আসে), তাঁদেরও সাত দিনের হোম কোয়েরন্টিনে থাকতে হবে। অষ্টম দিনের মাথায় তাঁরা একটি আরটিপিসিআর টেস্ট করাবেন, তার ফলের উপর ভিত্তি করে বাকিটুকু ঠিক করা হবে। এ ছাড়া এয়ার সুবিধা পোর্টালটিকেও কাজে লাগাতে হবে যাত্রীদের। তাঁরা দেশে প্রবেশের পর অষ্টম দিনে যে আরটিপিসিআর টেস্টটি করাচ্ছেন, তাঁর রিপোর্ট আপলোড করতে হবে এয়ার সুবিধা পোর্টালে। যদি তাঁদের রিপোর্ট নেগেটিভ আসে, তাহলে ও পরবর্তী সাতদিন তাঁরা নিজের স্বাস্থ্যের দিকে বিশেষ খেয়াল রাখবেন। এ ছাড়াও কেন্দ্রীয় সরকারের আগের নিয়মটা চলবে। যে দেশগুলিকে ঝুঁকিপূর্ণ দেশ বলে চিহ্নিত করেছিল কেন্দ্র, সেই দেশ থেকে আগতদের বাধ্যতামূলক ভাবে কোভিডের পরীক্ষা করা হবে। যদিও ঝুঁকিপূর্ণ দেশগুলি থেকে আগতদের আগেই নিজের করোনা পরীক্ষা সেরে রাখার উপদেশ দিচ্ছেন স্বাস্থ্য মন্ত্রক।
advertisement
আরও পড়ুন: পিছিয়ে যাবে চার পুর নিগমের ভোট? আসরে BJP, গঙ্গাসাগরেও 'নিয়ন্ত্রণের' দাবি
আপাতত ভারতের তালিকায় ঝুঁকিপূর্ণ দেশ হিসাবে ঘোষিত হয়েছে, ইউনাইটেড কিংডম, সাউথ আফ্রিকা, ইজরায়েল, হংকং, ব্রাজিল, মরিসাস ও আফ্রিকা মহাদেশের বেশ কয়েকটি দেশ। সেগুলি থেকে দেশে প্রবেশের পথে অনেকগুলি ধাপ পেরিয়ে তবে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। শুধু ভারতই নয়, কোভিডের কারণে বিশ্বের অনেক দেশই আন্তর্জাতিক যাত্রীদের ক্ষেত্রে নানারকম বিধিনিষেধ আরোপ করেছে।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 07, 2022 4:25 PM IST