Terrorists Killed in Jammu & Kashmir: ২৪ ঘণ্টায় জম্মু কাশ্মীরে নিহত ৪ সন্ত্রাসী, ৩ জনই পাকিস্তানের, উদ্ধার AK-56, গ্রেনেড!

Last Updated:

3 Pakistanis Among 4 Terrorists Killed in J&K: AK-56, গ্রেনেড এবং গোলাবারুদ সহ বিপুল পরিমাণ অস্ত্রও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

4 terrorists killed in Jammu and Kashmir
4 terrorists killed in Jammu and Kashmir
#জম্মু ও কাশ্মীর: বেশ কয়েক সপ্তাহ ধরেই অশান্ত জম্মু কাশ্মীরের পরিস্থিতি। এরই মাঝে পুলিশ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় জম্মু ও কাশ্মীরে চার সন্ত্রাসবাদী নিহত হয়েছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আন্তঃসীমান্ত ড্রোন ব্যবহারের বৃদ্ধি এবং স্টিকি বোমার হুমকির পরিপ্রেক্ষিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। নিহত সন্ত্রাসবাদীদের মধ্যে তিনজন পাকিস্তানি, চতুর্থ জনের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
কেন্দ্র আন্তঃসীমান্ত অনুপ্রবেশের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির উপর জোর দিচ্ছে। অমিত শাহ জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির “সমৃদ্ধ ও শান্তিপূর্ণ জম্মু কাশ্মীরের” লক্ষ্য পূরণ করার জন্য এমনটাই প্রয়োজন ছিল। পুলিশের মতে, সেনাবাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশ একযোগে অভিযান চালিয়ে চার সন্ত্রাসবাদীকে হত্যা করেছে। AK-56, গ্রেনেড এবং গোলাবারুদ সহ বিপুল পরিমাণ অস্ত্রও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
advertisement
advertisement
কাশ্মীর উপত্যকায় চলতি বছরের অমরনাথ যাত্রার নিরাপত্তা প্রস্তুতির বিষয়ে অমিত শাহ ১৫ দিনের মধ্যে কমপক্ষে দু’টি শীর্ষ স্তরের বৈঠক করেছেন। মঙ্গলবারের বৈঠকের কেন্দ্রীয় বিষয় ছিল ড্রোন এবং স্টিকি বোমার মতো নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনীর প্রযুক্তির আরও ভালো ব্যবহার।
advertisement
স্বরাষ্ট্র সচিবের সভাপতিত্বে একটি পৃথক বৈঠকও হয়েছিল। জাতীয় তদন্তকারী সংস্থা, কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী, জাতীয় নিরাপত্তা রক্ষী এবং সীমান্ত নিরাপত্তা বাহিনীর প্রধানদের সঙ্গে যোগাযোগ করেছিলেন স্বরাষ্ট্র সচিব। তাঁরাও সন্ত্রাসের হুমকি মোকাবিলায় প্রযুক্তির ব্যবহার নিয়েই আলোচনা করেছেন।
গত মে মাস থেকেই লাগাতার হত্যাকাণ্ডের সাক্ষী হচ্ছে উপত্যকা। এই সপ্তাহের শুরুতে, অমিত শাহ অজিত ডোভাল এবং RAW প্রধান সামনাত গোয়েলের পাশাপাশি অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠক করেছিলেন। কেন্দ্রশাসিত অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয় এই বৈঠকে। অমিত শাহ জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে এবং কোভিড-১৯ মহামারীর কারণে দুই বছরের বিরতির পরে আয়োজিত বার্ষিক তীর্থযাত্রার ব্যবস্থার পর্যালোচনার জন্য গত ৩ জুন একটি উচ্চ পর্যায়ের বৈঠকও ডেকেছিলেন।
বাংলা খবর/ খবর/দেশ/
Terrorists Killed in Jammu & Kashmir: ২৪ ঘণ্টায় জম্মু কাশ্মীরে নিহত ৪ সন্ত্রাসী, ৩ জনই পাকিস্তানের, উদ্ধার AK-56, গ্রেনেড!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement