BJP sets New Rules For Leaders Joining TV Debates: নূপুর শর্মার মন্তব্যের জের, টিভি বিতর্কে অংশ নেওয়া নেতাদের জন্য বিজেপির নয়া বিধি!
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
নিজেদের ভাষা সংযত রাখতে এবং উত্তেজিত না হওয়ার জন্যও অনুরোধ করা হয়েছে, জানিয়েছে এক সূত্র।
#নয়াদিল্লি: টেলিভিশনে বিতর্কে অংশ নিতে হলে এবার মুখ খুলতে হবে ভেবেচিন্তে! দলীয় মুখপাত্র এবং নেতাদের টিভি বিতর্কে যোগদানের জন্য নতুন বিধি নির্ধারণ করল ক্ষমতাসীন বিজেপি! বিজেপি নেত্রী নূপুর শর্মা সম্প্রতি নবী মহাম্মদ সম্পর্কে একটি বিতর্কিত মন্তব্য করে ইতিমধ্যেই ব্যাপক আন্তর্জাতিক প্রতিক্রিয়ার মুখোমুখি দাঁড় করিয়েছে এই দলকে৷ শুধুমাত্র অনুমোদিত মুখপাত্র এবং প্যানেলিস্টরাই এবার টিভি বিতর্কে অংশ নেবেন, জানিয়েছে বিজেপির এক সূত্র। শুধু তাই নয়, এই বক্তাদের নিয়োগ করবে বিজেপির মিডিয়া সেল। কোনও ধর্ম, তার প্রতীক বা ধর্মীয় ব্যক্তিত্বের সমালোচনা করা নিয়ে সতর্কও করা হয়েছে মুখপাত্রদের।
বিজেপি প্যানেলিস্টদের কোনও উত্তপ্ত আলোচনার সময়তেই সীমা লঙ্ঘন করতে নিষেধ করা হয়েছে। নিজেদের ভাষা সংযত রাখতে এবং উত্তেজিত না হওয়ার জন্যও অনুরোধ করা হয়েছে, জানিয়েছে এক সূত্র। বিজেপি আরও জানিয়েছে, কোনও উসকানিতেই দলের আদর্শ বা নীতি লঙ্ঘন করতে পারবেন না বক্তারা।
advertisement
advertisement
বিজেপি তার মুখপাত্রদের আরও নির্দেশ দিয়েছে, “কোনও চ্যানেলে উপস্থিত হওয়ার আগে প্রথমে আলোচনার বিষয়টি খতিয়ে দেখুন, এর জন্য প্রস্তুতি নিন এবং এতে দলীয় লাইন খুঁজে বের করুন।”
“দলের মুখপাত্র এবং প্যানেলিস্টদের নির্দিষ্ট বিষয়ের পথেই থাকা উচিত। তাঁরা যেন কোনও ফাঁদে না পড়েন,” জানিয়েছে এক সূত্র। বিজেপিও চাইছে, দলের মুখপাত্ররা সরকারের সামাজিক কল্যাণমূলক কাজেই মনোনিবেশ করুক।
advertisement
দিন দশেক আগে একটি টেলিভিশন বিতর্কের সময় নবী বিষয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি। ট্যুইটারে নূপুর বলেছিলেন, তাঁর এই মন্তব্যগুলি শিবের ‘অপমানের’ প্রতিক্রিয়ার অংশ ছিল। নূপুর শর্মাকে বরখাস্ত করেছে দল। আরেক দলীয় নেতা নবীন জিন্দালকেও নবী মোহাম্মদ সম্পর্কে একটি ট্যুইট পোস্ট করার জন্য বহিষ্কার করা হয়েছিল, পরে অবশ্য ট্যুইট ডিলিট করেন তিনি।
advertisement
রবিবার বিজেপি জানিয়েছে, “কোন সম্প্রদায় বা ধর্মকে অপমান করে বা অবমাননা করে এমন মতাদর্শের বিরুদ্ধে অবস্থান বিজেপির” এবং “এই ধরনের ব্যক্তি বা দর্শনকে বিজেপি প্রচারও করে না”। বিজেপি ক্ষতি নিয়ন্ত্রণের নানা প্রচেষ্টা করলেও, ইতিমধ্যেই বেশ কয়েকটি মুসলিম দেশ ভারতের রাষ্ট্রদূতদের তলব করেছে এবং এই মন্তব্যের জন্য ক্ষমা দাবি করেছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 07, 2022 7:18 PM IST