#নয়াদিল্লি: ৩১ ডিসেম্বরই শেষ নয়, সময়সীমা বাড়িয়ে করা হল ৩১ মার্চ ২০১৮ ৷ ফের বাড়ানো হল প্যান ও আধার লিঙ্ক করার ডেডলাইন ৷ ৩১ ডিসেম্বরের বদলে প্যান আধার সংযুক্তিকরণের জন্য আরও তিন মাস সময় বাড়াল কেন্দ্রীয় সরকার ৷ এই নিয়ে তৃতীয়বার বদলাল প্যান ও আধার নম্বর লিঙ্ক করার অন্তিম দিন ৷
কেন্দ্রের তরফে জানানো হয়েছে, দেশের বহু নাগরিক আইটি ফাইল থাকা সত্ত্বেও প্যানের সঙ্গে আধার লিঙ্ক করেননি ৷ প্যান ও আধার নম্বর সংযুক্তিকরণের জন্য আরও সময় দরকার বলে মনে করছে সরকার ৷ ৩৩ কোটি মানুষের প্যান কার্ড থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত মাত্র ১৩ কোটি ২৮ লক্ষ মানুষই নিজের প্যানের সঙ্গে আধার নম্বর যুক্ত করেছেন ৷
চলতি বছর থেকে আয়কর জমা দেওয়ার ক্ষেত্রে প্যানের সঙ্গে আধার নম্বর যোগ করাকে বাধ্যতামূলক বলে ঘোষণা করেছে কেন্দ্র ৷ ইনকাম ট্যাক্স অ্যাক্টের সেকশন ১৩৯ এএ(২) অনুযায়ী পয়লা জুলাই, ২০১৭ থেকেই এই নয়া নিয়ম লাগু হয়েছে ৷
প্রথমে সরকারি প্রকল্পের ক্ষেত্রে আধার সংযুক্তিকরণের তারিখ ঠিক করা হয় ৩০ জুন পরে তা বাড়িয়ে করা ৩০ সেপ্টেম্বর ৷ এখন তা ৩১ ডিসেম্বর থেকে বেড়ে দাঁড়াল ৩১ মার্চ ২০১৮ ৷ এর আগেই সু্প্রিম কোর্টে বিভিন্ন সরকারি জনকল্যাণমূলক প্রকল্পে আধার সংযুক্তিকরণের সময়সীমা বাড়ানোর ইচ্ছা প্রকাশ করেছিল কেন্দ্র ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Aadhaar card, Aadhaar-PAN Link, Aadhaar-PAN Linking Deadline, Aadhar And Pan Card