NH913 - তাওয়াঙের সংঘর্ষের পর চিনা সীমান্ত পর্যন্ত ১৭৪৮ কিলোমিটার হাইওয়ে তৈরির নির্দেশ কেন্দ্রের  

Last Updated:

কেন্দ্রের তরফে জানানো হয়েছে ২০২৬ থেকে ২০২৭ এর মধ্যে তৈরি হয়ে যাবে NH913।

Central Ministry asked to develop NH913 after tawang violence- Photo-PTI
Central Ministry asked to develop NH913 after tawang violence- Photo-PTI
#নয়াদিল্লি: ট্রান্সপোর্ট মিনিস্ট্রি তৈরি করবে ১৭০০ কিলোমিটার লম্বা ফ্রন্টিয়ার হাইওয়ে বা NH913। ২ লেনের এই হাইওয়ে ভারতে অনুপ্রবেশের সমস্যা মেটানোর পাশাপাশি চিন সীমান্ত পর্যন্ত ভারতীয় সেনা পাঠানোর কাজকেও খুব সহজ করে দেবে।
অরুণাচল প্রদেশে ১৭৪৮ কিলোমিটার লম্বা এই হাইওয়ে ভারত-তিব্বত-চিন- মায়ানমার সীমান্ত বরাবর তৈরি করার কথা জানিয়েছে কেন্দ্র সরকার। ১৭৪৮ কিলোমিটার এই হাইওয়ের ৮০০ কিলোমিটার পথ তৈরি হবে ‘গ্রিনফিল্ড’ বা মেঠো জমির ওপর। থাকবে বেশ কিছু ব্রিজ ও টানলেও ।
advertisement
advertisement
অরুণাচলের বমডিলা থেকে শুরু হয়ে এই হাইওয়ে নাফরা, হুরি ও মোইনগং এর ওপর দিয়ে যাবে। চিন বর্ডার লাগোয়া জিডো ও চেংকোয়েন্টি হয়ে মায়ানমার সীমান্তের কাছে বিজয়নগরে গিয়ে শেষ হবে এই হাইওয়ে ।
২০১৮ অরুণাচলের এই করিডরকে নোটিফিকেশন দিয়ে জাতীয় সড়কের তকমা দিয়েছিল কেন্দ্র । তবে কাজ শুরু হয়নি। গালওয়ান আর তাওয়াং এর সংঘর্ষের পর যেন নড়ে চড়ে বসেছে কেন্দ্র সরকার।
advertisement
ভারতের অনেক আগে থেকেই ভারত চিন LAC (লাইন এফ অ্যাকচুয়াল কন্ট্রোল) পর্যন্ত পাতা রাস্তা ও ছাউনি বানানোর কাজ শুরু করে দিয়েছিল চিন সেনা। বারবার স্যাটেলাইটেও ধরা পড়ে সেই ছবি। তাওয়াংয়ের ঘটনার পরই নড়ে চড়ে বসে কেন্দ্র। এবার ভারতও চিন সীমান্তে নিজেদের তৎপরতা বাড়াতে উদ্যোগী হয়েছে ।
advertisement
বিশেষজ্ঞদের মতে দেরিতে হলেও NH913 ভারত চিন  ও ভারত মায়ানমারা সীমান্তের বড়া মাথাব্যাথার কারণগুলিকে শেষ করতে পারবে। ভারচ চিন LAC লাগোয়া এই হাইওয়ে ব্যবহার করে খুব সহজেই সড়ক পথে ফরওয়ার্ড লোকেশনে সেনা ও রসদ পাঠাতে পারবে ভারত। পাশাপাশি ট্যাঙ্ক ও বিগ গান ( বোফোর্স , হাউইটজার) খুব দ্রুততার সঙ্গে ফরওয়ার্ড লোকেশনে পৌঁছে দেওয়া যাবে।   মায়ানমার সীমান্তে এই হাইওয়ে দীর্ঘদিন ধরে চলে আসা অনুপ্রবেশের সমস্যাও মেটাতে পারবে বলে মত অনেকের । পাশাপাশি হাইওয়ের ফলে ভারতের অন্যান্য রাজ্যের সঙ্গে অরুণাচলের অনেক দুর্গম জায়গারও সড়কপথে যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে।
advertisement
কেন্দ্রের তরফে জানানো হয়েছে ২০২৬ থেকে ২০২৭ এর মধ্যে তৈরি হয়ে যাবে NH913। তবে অনেকেই প্রশ্ন করছেন এমন একটি গুরুত্বপূর্ণ কাজ ২০১৮ সালে পাশ হওয়ার পরেও কেন ফেলে রেখেছিল কেন্দ্র সরকার?
 Ilmaz Syed
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
NH913 - তাওয়াঙের সংঘর্ষের পর চিনা সীমান্ত পর্যন্ত ১৭৪৮ কিলোমিটার হাইওয়ে তৈরির নির্দেশ কেন্দ্রের  
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement