Weather Update: কলকাতায় ফের নামল তাপমাত্রা, শৈত্য প্রবাহের অ্যালার্ট জারি করল আইএমডি, রইল ওয়েদার আপডেট

Last Updated:
Kolkata Weather Update: মঙ্গলবার কলকাতায় সকালে কুয়াশা, পরে পরিষ্কার আকাশ। বৃষ্টির সম্ভাবনা নেই। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস।
1/10
#নয়াদিল্লি: দেশের একাধিক এলাকায় প্রবল ঠাণ্ডার প্রভাব শুরু হয়ে গেছে৷ রাজধানী দিল্লি মুড়েছে ঘন কুয়াশার চাদরে৷ মৌসম বিভাগের পূর্বাভাস অনুযায়ি একাধিক রাজ্যে ঘন কুয়াশার অ্যালার্ট জারি করা হয়েছে৷ আগামী ৪ থেকে ৫ দিনে হিমাচল প্রদেশ, পঞ্জাব, হরিয়াণা, চণ্ডীগড় , দিল্লি এবং উত্তরপ্রদেশের জন্য জারি হয়েছে অ্যালার্ট৷  Photo- File 
#নয়াদিল্লি: দেশের একাধিক এলাকায় প্রবল ঠাণ্ডার প্রভাব শুরু হয়ে গেছে৷ রাজধানী দিল্লি মুড়েছে ঘন কুয়াশার চাদরে৷ মৌসম বিভাগের পূর্বাভাস অনুযায়ি একাধিক রাজ্যে ঘন কুয়াশার অ্যালার্ট জারি করা হয়েছে৷ আগামী ৪ থেকে ৫ দিনে হিমাচল প্রদেশ, পঞ্জাব, হরিয়াণা, চণ্ডীগড় , দিল্লি এবং উত্তরপ্রদেশের জন্য জারি হয়েছে অ্যালার্ট৷  Photo- File 
advertisement
2/10
মৌসম বিভাগের পূর্বাভাস অনুযায়ী আগামী তিনদিনে ভারতে গঙ্গায় অববাহিকা অঞ্চলে নিম্ন ট্রপোস্ফিয়ার লেভেলে আর্দ্রতা ও হালকা বায়ু চলাচলের কারণে পঞ্জাব, হরিয়াণা, চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ, এবং উত্তর প্রদেশের একাধিক অঞ্চলে ভীষণ ঘন কুয়াশা বজায় থাকবে৷ সকাল এবং রাতে এই কুয়াশার দাপট বাড়বে৷ Photo- File 
মৌসম বিভাগের পূর্বাভাস অনুযায়ী আগামী তিনদিনে ভারতে গঙ্গায় অববাহিকা অঞ্চলে নিম্ন ট্রপোস্ফিয়ার লেভেলে আর্দ্রতা ও হালকা বায়ু চলাচলের কারণে পঞ্জাব, হরিয়াণা, চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ, এবং উত্তর প্রদেশের একাধিক অঞ্চলে ভীষণ ঘন কুয়াশা বজায় থাকবে৷ সকাল এবং রাতে এই কুয়াশার দাপট বাড়বে৷ Photo- File 
advertisement
3/10
একইভাবে বিহার এবং হিমালয়ের সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিমে এলাকাভিত্তিক ভাবে কুয়াশার দাপট জারি থাকবে৷ Photo- File 
একইভাবে বিহার এবং হিমালয়ের সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিমে এলাকাভিত্তিক ভাবে কুয়াশার দাপট জারি থাকবে৷ Photo- File 
advertisement
4/10
আইএমডি -র ওয়েদার আপডেট অনুযায়ী আগামী ৪-৫ দিনে উত্তর ভারতের বিভিন্ন এলাকায় নূন্যতম তাপমাত্রায় সেরকম ভাবে বদল আসবে না৷ পাশাপাশি হিমালয় থেকে নেমে আসা শুষ্ক -ঠাণ্ডা হাওয়ার জেরে হিমাচল প্রদেশ, পঞ্জাব, হরিয়াণা এবং উত্তর রাজস্থানের একাধিক এলাকায় শৈত্য প্রবাহের সম্ভবনা জারি রয়েছে৷ Photo- File 
আইএমডি -র ওয়েদার আপডেট অনুযায়ী আগামী ৪-৫ দিনে উত্তর ভারতের বিভিন্ন এলাকায় নূন্যতম তাপমাত্রায় সেরকম ভাবে বদল আসবে না৷ পাশাপাশি হিমালয় থেকে নেমে আসা শুষ্ক -ঠাণ্ডা হাওয়ার জেরে হিমাচল প্রদেশ, পঞ্জাব, হরিয়াণা এবং উত্তর রাজস্থানের একাধিক এলাকায় শৈত্য প্রবাহের সম্ভবনা জারি রয়েছে৷ Photo- File 
advertisement
5/10
এদিকে একদিকে দেশের বিভিন্ন প্রান্তে যেমন শীতের দাপট জারি থাকবে তেমনিই বঙ্গোপসাগরের খাঁড়ির মধ্যভাগে এবং ভারত মহাসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ ক্ষেত্র৷  আগামী ২ দিনে ধীরে ধীরে উত্তর -পশ্চিম এবং শ্রীলঙ্কা উপকূলের দিকে তা এগিয়ে যাবে৷ Photo Courtesy- IMD
এদিকে একদিকে দেশের বিভিন্ন প্রান্তে যেমন শীতের দাপট জারি থাকবে তেমনিই বঙ্গোপসাগরের খাঁড়ির মধ্যভাগে এবং ভারত মহাসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ ক্ষেত্র৷  আগামী ২ দিনে ধীরে ধীরে উত্তর -পশ্চিম এবং শ্রীলঙ্কা উপকূলের দিকে তা এগিয়ে যাবে৷ Photo Courtesy- IMD
advertisement
6/10
স্কাইমেট ওয়েদার আপডেট অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায় আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ ভাগে এক-দুবার হালকা বৃষ্টির সম্ভাবনা উজ্জ্বল৷ Photo- File 
স্কাইমেট ওয়েদার আপডেট অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায় আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ ভাগে এক-দুবার হালকা বৃষ্টির সম্ভাবনা উজ্জ্বল৷ Photo- File 
advertisement
7/10
উপকূলবর্তী তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, এবং দক্ষিণ উপকূলে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে৷ দক্ষিণ কর্নাটক, তামিলনাড়ুর অভ্যন্তরভাগ এবং কেরলে কিছু কিছু এলাকায় বৃষ্টি হবে৷ Photo- File 
উপকূলবর্তী তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, এবং দক্ষিণ উপকূলে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে৷ দক্ষিণ কর্নাটক, তামিলনাড়ুর অভ্যন্তরভাগ এবং কেরলে কিছু কিছু এলাকায় বৃষ্টি হবে৷ Photo- File 
advertisement
8/10
সামান্য কমলো কলকাতার তাপমাত্রা। সকালে কুয়াশা, পরে পরিষ্কার আকাশ। আপাতত সর্বনিম্ন তাপমাত্রা ১৫ থেকে ১৬ ডিগ্রির কাছাকাছি থাকবে৷ Photo Courtesy- Accuweather 
সামান্য কমলো কলকাতার তাপমাত্রা। সকালে কুয়াশা, পরে পরিষ্কার আকাশ। আপাতত সর্বনিম্ন তাপমাত্রা ১৫ থেকে ১৬ ডিগ্রির কাছাকাছি থাকবে৷ Photo Courtesy- Accuweather 
advertisement
9/10
মঙ্গলবার কলকাতায় সকালে কুয়াশা, পরে পরিষ্কার আকাশ। বৃষ্টির সম্ভাবনা নেই। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি বেশি। গতকাল এই তাপমাত্রা ছিল ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি। Photo- File 
মঙ্গলবার কলকাতায় সকালে কুয়াশা, পরে পরিষ্কার আকাশ। বৃষ্টির সম্ভাবনা নেই। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি বেশি। গতকাল এই তাপমাত্রা ছিল ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি বেশি। Photo- File 
advertisement
10/10
অ্যাকুওয়েদারের ওয়েদার আপডেট অনুযায়ী কলকাতার আজকের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস৷ আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৮২ শতাংশ অবধি৷ Photo- File 
অ্যাকুওয়েদারের ওয়েদার আপডেট অনুযায়ী কলকাতার আজকের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস৷ আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৮২ শতাংশ অবধি৷ Photo- File 
advertisement
advertisement
advertisement