Lata Mangeshkar Passes Away: লতা মঙ্গেশকরের প্রয়াণে দু' দিনের জাতীয় শোক, রাষ্ট্রীয় সম্মানে হবে শেষকৃত্য

Last Updated:

লতা মঙ্গেশকরের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Lata Mangeshkar)৷

প্রয়াত লতা মঙ্গেশকর৷
প্রয়াত লতা মঙ্গেশকর৷
#মুম্বই: কিংবদন্তি সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar News) প্রয়াণে দু' দিনের জাতীয় শোক ঘোষণা করতে চলেছে কেন্দ্রীয় সরকার৷ সরকারি সূত্রে উদ্ধৃত করে এমনই দাবি করেছে সংবাদসংস্থা এএনআই৷ সুর সম্রাজ্ঞিকে শ্রদ্ধা জানিয়ে আগামী দু' দিন অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা৷ পাশাপাশি রাষ্ট্রীয় সম্মানেই প্রয়াত শিল্পীর শেষকৃত্য সম্পন্ন হবে (Lata Mangeshkar Passes Away)৷
প্রায় এক মাস হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর এ দিন সকাল ৮.১২ মিনিটে মুম্বইয়ে প্রয়াত হন লতা মঙ্গেশকর৷ লতা মঙ্গেশকরের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷
advertisement
করোনায় আক্রান্ত হওয়ার পর গত ৮ জানুয়ারি মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল লতা মঙ্গেশকরকে৷ চিকিৎসায় প্রাথমিক ভাবে সাড়া দেওয়ার পর ফের তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে৷ শেষ পর্যন্ত এ দিন সকালেই থেমে যায় সব লড়াই৷
advertisement
লতা মঙ্গেশকরের প্রয়াণে গোটা দেশেই শোকের ছায়া৷ কিংবদন্তি শিল্পীর প্রয়াণে তাই জাতীয় শোক ঘোষণার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার৷ তার আগে মুম্বইয়ের শিবাজি পার্কে শেষ শ্রদ্ধা জানানোর জন্য শায়িত থাকবে লতা মঙ্গেশকরের মরদেহ৷
সঙ্গীত জীবনের স্বীকৃতি হিসেবে ২০০১ সালে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারত রত্ন দিয়ে ভূিষত করা হয় লতা মঙ্গেশকরকে৷ এর পাশাপাশি ১৯৬৯ সালে পদ্ম ভূষণ, ১৯৯৯ সালে পদ্ম বিভূষণে সম্মান দেওয়া হয় সুর সম্রাজ্ঞীকে৷
বাংলা খবর/ খবর/দেশ/
Lata Mangeshkar Passes Away: লতা মঙ্গেশকরের প্রয়াণে দু' দিনের জাতীয় শোক, রাষ্ট্রীয় সম্মানে হবে শেষকৃত্য
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement