Lata Mangeshkar Passes Away: লতা মঙ্গেশকরের প্রয়াণে দু' দিনের জাতীয় শোক, রাষ্ট্রীয় সম্মানে হবে শেষকৃত্য

Last Updated:

লতা মঙ্গেশকরের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (Lata Mangeshkar)৷

প্রয়াত লতা মঙ্গেশকর৷
প্রয়াত লতা মঙ্গেশকর৷
#মুম্বই: কিংবদন্তি সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরের (Lata Mangeshkar News) প্রয়াণে দু' দিনের জাতীয় শোক ঘোষণা করতে চলেছে কেন্দ্রীয় সরকার৷ সরকারি সূত্রে উদ্ধৃত করে এমনই দাবি করেছে সংবাদসংস্থা এএনআই৷ সুর সম্রাজ্ঞিকে শ্রদ্ধা জানিয়ে আগামী দু' দিন অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা৷ পাশাপাশি রাষ্ট্রীয় সম্মানেই প্রয়াত শিল্পীর শেষকৃত্য সম্পন্ন হবে (Lata Mangeshkar Passes Away)৷
প্রায় এক মাস হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর এ দিন সকাল ৮.১২ মিনিটে মুম্বইয়ে প্রয়াত হন লতা মঙ্গেশকর৷ লতা মঙ্গেশকরের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷
advertisement
করোনায় আক্রান্ত হওয়ার পর গত ৮ জানুয়ারি মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল লতা মঙ্গেশকরকে৷ চিকিৎসায় প্রাথমিক ভাবে সাড়া দেওয়ার পর ফের তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে৷ শেষ পর্যন্ত এ দিন সকালেই থেমে যায় সব লড়াই৷
advertisement
লতা মঙ্গেশকরের প্রয়াণে গোটা দেশেই শোকের ছায়া৷ কিংবদন্তি শিল্পীর প্রয়াণে তাই জাতীয় শোক ঘোষণার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার৷ তার আগে মুম্বইয়ের শিবাজি পার্কে শেষ শ্রদ্ধা জানানোর জন্য শায়িত থাকবে লতা মঙ্গেশকরের মরদেহ৷
সঙ্গীত জীবনের স্বীকৃতি হিসেবে ২০০১ সালে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারত রত্ন দিয়ে ভূিষত করা হয় লতা মঙ্গেশকরকে৷ এর পাশাপাশি ১৯৬৯ সালে পদ্ম ভূষণ, ১৯৯৯ সালে পদ্ম বিভূষণে সম্মান দেওয়া হয় সুর সম্রাজ্ঞীকে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Lata Mangeshkar Passes Away: লতা মঙ্গেশকরের প্রয়াণে দু' দিনের জাতীয় শোক, রাষ্ট্রীয় সম্মানে হবে শেষকৃত্য
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement