Lata Mangeshkar's Iconic Songs: চলে গেলেন সুরসম্রাজ্ঞী, রয়ে গেল সুরেলা-সাম্রাজ্য! শুনুন লতার সেরা গানগুলি...

Last Updated:

Lata Mangeshkars Iconic Songs: গত ৮ জানুয়ারি থেকে দক্ষিণ মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন লতা মঙ্গেশকর । কিন্তু সেই লড়াই অবশেষে থেমে গেল।

বিদায় সুরসম্রাজ্ঞী
বিদায় সুরসম্রাজ্ঞী
#মুম্বই: প্রয়াত লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। দীর্ঘ অসুস্থতার সঙ্গে লড়াই করে রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। ৯২ বছর বয়সী সুর সম্রাজ্ঞী আক্রান্ত হয়েছিলেন করোনাভাইরাসে। এরপর গত ৮ জানুয়ারি থেকে দক্ষিণ মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। কিন্তু সেই লড়াই অবশেষে থেমে গেল।
এমন সময় হয়তো কখনই আসবে না যখন কেউ, কোথাও লতা মঙ্গেশকরের সুরে জ্যাম করছে না। ভারতে তাঁর মতো জনপ্রিয়তা আর কোন গায়িকা দখল করতে পারেননি। সঙ্গীত প্রেমীরা তাদের প্রিয় পুরুষ শিল্পীদের ক্ষেত্রে বিভক্ত হতে পারেন - কেউ মহম্মদ রফির পক্ষে, কেউ কিশোর কুমারের পক্ষে, অন্যরা কেজে ইয়েসুদাসকে বেছে নিতে পারেন - তবে তাদের বহুত্ব লতাকে বেছে নেবে নারী কণ্ঠ হিসাবে, আপামর ভারতবাসী শুনতে চেয়েছে শুধু তাঁকে।
advertisement
advertisement
ভারতরত্ন লতা মঙ্গেশকরের কণ্ঠস্বর ঐশ্বরিক। তাঁর পরিসীমা ব্যাপক। ভারতের নাইটিঙ্গেলের সবচেয়ে ক্লাসিক গানগুলির কিছু রইল:
AE DIL-E-NAADAN- RAZIA SULTAN
খৈয়াম, ইদানীং মারা যাওয়া কিংবদন্তি বিখ্যাত সুরকারদের মধ্যে শেষ, হয়তো আশা ভোঁসলেকে তার সেরা রচনা উমরাও জান-এর বেশিরভাগ গান পরিবেশন করার জন্য বেছে নিয়েছিলেন, কিন্তু তিনি এই সুন্দর সুরটি গাওয়ার জন্য মঙ্গেশকর বোনদের মধ্যে সবচেয়ে বড় বোনকেই বেছে নিয়েছিলেন। লতার প্রাণময় কণ্ঠ গানটিকে আটের দশকের অন্যতম সেরা গানে উন্নীত করেছে।
advertisement
RAINA BEETI JAYE- AMAR PREM
তোদি এবং খামাজ রাগগুলিতে দুর্দান্ত ভাবে জ্বলে উঠেছিলেন লতা। সে এখনই আপনাকে ধরে ফেলে এবং আপনাকে বারবার গান শোনার জন্য চাপ দেয়। শক্তি সামন্তের জন্য আর.ডি বর্মনের স্মরণীয় স্কোরে কিশোর কুমারের দুটি সেরা গান ছিল চিঙ্গারি কোই ভাড়কে এবং কুছ তো লোগ কেহেঙ্গে, এবং লতার এই গান বেঁচে থাকার রসদ জোগায়।
advertisement
AAJ PHIR JEENE KI TAMANNA- GUIDE
ফিল্মটির কৃতিত্ব ছিল চার্ট-টপিং গান "আজ ফির জিনে কি তামান্না।" লতা মঙ্গেশকর, যিনি ফিল্মফেয়ার পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন, আশ্চর্যজনকভাবে প্রেমের দ্বারা বিচ্ছিন্ন একটি নৈতিক সমস্যায় আটকে পড়া একজন মহিলাকে চিত্রিত করেছেন এই গান দ্বারা।
advertisement
TUJHE DEKHA TO YE JANA- DIL WALE DULHANIYA LE JAENGE
সুখী সমাপ্তির চারপাশে সমস্ত হট্টগোলের মধ্যে, একটি গান রয়েছে যা শাহরুখ এবং কাজলের অন-স্ক্রিন রোমান্সকে প্রতিষ্ঠিত করেছে। লতা এবং কুমার শানুর গাওয়া 'তুঝে দেখা তো ইয়ে জানা', রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে এবং প্রেমের সঙ্গীতের মাইলস্টোন হয়ে ওঠে, সেইসঙ্গে এই গান এক দশকেরও বেশি সময় ধরে 'লাভ অ্যান্থেম' হিসাবে রয়ে গিয়েছিল।
advertisement
HUMKO HUMI SE CHURA LO- MOHOBBATEIN
এই প্রেমের গান তরুণ সমাজকে উদ্দেলিত করেছে। "হামকো হামিসে চুরা লো" গানটি 'মহব্বতে' সিনেমার মুকুটে একটি পালক। যা আসলে লতা মঙ্গেশকরের বহুমুখিতাকে আরও দৃঢ় করেছে।
advertisement
AE MERE WATAN KE LOGON- ALBUM
দেশের সৈন্যদের আত্মত্যাগ সম্পর্কে প্রদীপের লেখা একটি গান। ১৯৬৩ সালের প্রজাতন্ত্র দিবসে লতার এই পারফরম্যান্স, নয়াদিল্লির জাতীয় স্টেডিয়ামে, রাষ্ট্রপতি এস রাধাকৃষ্ণান এবং প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর উপস্থিতিতে জনতাকে কাঁদিয়েছিল এই গান।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Lata Mangeshkar's Iconic Songs: চলে গেলেন সুরসম্রাজ্ঞী, রয়ে গেল সুরেলা-সাম্রাজ্য! শুনুন লতার সেরা গানগুলি...
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement