Tata Air India: ৬১ হাজার কোটি টাকা দেনা! টাটার হাতে এয়ার ইন্ডিয়ার দায়িত্ব দেওয়ার আগে রফা করল কেন্দ্র

Last Updated:

Tata Air India: ২০২১ সালের ৩১ অগাস্ট পর্যন্ত এয়ার ইন্ডিয়া কোম্পানির মোট দেনার পরিমাণ ছিল প্রায় ৬১,৫৬২ কোটি টাকা।

#নয়াদিল্লি: টাটা গোষ্ঠীর হাতে এয়ার ইন্ডিয়ার দায়িত্ব তুলে দেওয়ার আগে বকেয়া দেনা এবং অন্যান্য বিভিন্ন ধরনের দায় প্রায় ৬১,০০০ কোটি টাকার রফা করেছে কেন্দ্রীয় সরকার। সম্প্রতি এমনটাই জানিয়েছেন এক উচ্চপদস্থ সরকারি আধিকারিক।
২০২১ সালের ৩১ অগাস্ট পর্যন্ত এয়ার ইন্ডিয়া কোম্পানির মোট দেনার পরিমাণ ছিল প্রায় ৬১,৫৬২ কোটি টাকা। এয়ার ইন্ডিয়ার দায়িত্ব টাটা গ্রুপ নিজেদের হাতে নিয়েছে প্রায় ১৫,৩০০ কোটি টাকায় এবং বাকি প্রায় ৭৫ শতাংশ অর্থাৎ ৪৬,০০০ কোটি টাকা ট্রান্সফার করা হয়েছে স্পেশ্যাল পারপাস ভেহিকেল এআই অ্যাসেট হোল্ডিং লিমিটেডকে (AIAHL)।
আরও পড়ুন- করোনা ভাইরাসের তৃতীয় ঢেউয়ে এই প্রথম সংক্রমণহীন ধারাভি বস্তি!
ডিপার্টমেন্ট অফ ইনভেস্টমেন্ট অ্যান্ড পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্টের সেক্রেটারি তুহিন কান্ত পাণ্ডে (Tuhin Kanta Pandey) সংবাদ সংস্থাকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, এয়ার ইন্ডিয়াকে বেসরকারিকরণের কাজ শুরু হয়ে গিয়েছে।
advertisement
advertisement
এয়ার ইন্ডিয়ার দেনা এবং বিভিন্ন ধরনের দায়ের জন্য এআই অ্যাসেট হোল্ডিং লিমিটেডকে প্রায় ৬২,০৫৭ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। এর মধ্যে ৬১,১৩১ কোটি টাকা বিভিন্ন ধরনের দেনা পরিশোধের জন্য দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের তেল সংস্থার জ্বালানির টাকা। এয়ার ইন্ডিয়ার দেনার পরিমাণ দিনে দিনে খুবই বেড়ে গিয়েছিল।
২০২১ সালের অগাস্ট মাসে এয়ার ইন্ডিয়ার দেনার পরিমাণ ছিল প্রায় ৬১,৫৬২ কোটি টাকা। এর মধ্যে প্রায় ৪৬,০০০ কোটি টাকা ট্রান্সফার করা হয়েছে এআই অ্যাসেট হোল্ডিং লিমিটেডকে।
advertisement
এখনও এয়ার ইন্ডিয়া কোম্পানির প্রায় ১৫,০০০ কোটি টাকার মতো দেনা রয়েছে। এই সকল দেনা রয়েছে আনপেড ফুয়েল বিল এবং অন্যান্য অপারেশনাল ক্রেডিটের কারণে। সুতরাং কেন্দ্রীয় সরকারের ঘাড়ে এয়ার ইন্ডিয়ার দেনা এবং বিভিন্ন ধরনের দায় নিয়ে প্রায় ৬১,০০০ কোটি টাকার চাপ ছিল।
আরও পড়ুন- ঝিলের জলে বিষ? শয়ে শয়ে পরিযায়ী পাখিদের মৃতদেহ ভাসছে জলে!
এই প্রসঙ্গে ডিপার্টমেন্ট অফ ইনভেস্টমেন্ট অ্যান্ড পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্টের সেক্রেটারি তুহিন কান্ত পাণ্ডে জানিয়েছেন যে, এয়ার ইন্ডিয়ার দেনা এবং দায়ের মধ্যে প্রায় ৬১,১৩১ কোটি টাকা দিয়ে দেওয়া হয়েছে।
advertisement
টাটা গ্রুপের হাতে এয়ার ইন্ডিয়ার দায়িত্ব তুলে দেওয়ার আগে কেন্দ্রীয় সরকারকে এয়ার ইন্ডিয়ার সমস্ত দেনা এবং বিভিন্ন ধরনের ঋণ পরিশোধ করতে হবে। তবে কেন্দ্রীয় সরকার সেটি পরেও করতে পারে। কিন্তু ধীরে ধীরে সেটির পরিমাণ বাড়তেই থাকবে। এ ছাড়া সেই দেনার সঙ্গে যুক্ত হবে উচ্চ হারের সুদ। এর ফলে কেন্দ্রীয় সরকারের ঘাড়ে আরও চাপ বাড়বে। এর ফলে সেটি পরে পরিশোধ করলে লাভের বদলে ক্ষতিই বেশি হবে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Tata Air India: ৬১ হাজার কোটি টাকা দেনা! টাটার হাতে এয়ার ইন্ডিয়ার দায়িত্ব দেওয়ার আগে রফা করল কেন্দ্র
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement