পেট্রোপণ্যের দাম বৃদ্ধিতে রাশ টানতে চলেছে কেন্দ্রীয় সরকার
Last Updated:
বিগত কয়েকদিন ধরে দফায় দফায় পেট্রোল ডিজেলের দাম বাড়ায় ইতিমধ্যেই সাধারণ মানুষের নাভিশ্বাস তুলেছে ৷ বাড়তে শুরু করেছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম ৷
#নয়াদিল্লি: বিগত কয়েকদিন ধরে দফায় দফায় পেট্রোল ডিজেলের দাম বাড়ায় ইতিমধ্যেই সাধারণ মানুষের নাভিশ্বাস তুলেছে ৷ ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম ৷ ক্রমবর্ধমান পেট্রোপণ্যের দাম নিয়ন্ত্রণে এবার আসবে নেমেছে কেন্দ্রীয় সরকার ৷ চলছে এক্সসাইজ ডিউটি ৷ কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপে কিছুটা হলেও হাঁপ ছেড়ে বাঁচবে আম আদমি ৷
প্রধানমন্ত্রীর দফতর (পিওমও) সূত্রের খবর ক্রমবর্ধমান পেট্রোপণ্যের দাম নিয়ন্ত্রণে দফায় দফায় আলোচনা চলছে ৷ লিটার পিছু পেট্রোপণ্যের দাম ২-৪ টাকা কমতে পারে ৷ জানা গিয়েছে পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বুধবার তেল উৎপাদনকারী সংস্থাগুলোর সঙ্গে আলোচনায় বসবেন ৷
advertisement
advertisement
আগামী এক-দু'দিনের মধ্যে এই নিয়ে সিদ্ধান্তে আসতে পারে কেন্দ্র ৷ সেই মতই পিএমও-অর্থমন্ত্রকের মধ্যে আলাপ-আলোচনা চলছে ৷ ২০১৪-২০১৬ সালে ৯ বার এক্সসাইজ ডিউটির মাধ্যমে পেট্রোপণ্যের দাম কমিয়েছিল কেন্দ্রীয় সরকার ৷ কেন্দ্রীয় সরকার এক প্রকার মনস্থির করে ফেলেছে পেট্রোপণ্যের দাম কমানোয় ৷ মনে করা হচ্ছে এই সংক্রান্ত বিষয়ে ঘো৷ণা এখন শুদুই সময়ের অপেক্ষা ৷
advertisement
সারা পৃথিবীতে অপরিশোধিত পেট্রোপণ্যের (প্রেট্রোল-ডিজেলের) দাম নিয়ন্ত্রিত হয় আন্তর্জাতিক বাজারের মাধ্যমে ৷ পেট্রোপণ্যের ক্রমাগত বর্ধিত দামে রাশ টানতে দক্ষিণ আমেরিকা, ভেনুজুয়েলার সঙ্গেও চলছে আলোচনা ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 23, 2018 12:49 PM IST