সপা দেশের সব থেকে ধনী আঞ্চলিক দল, সমীক্ষায় প্রকাশ

Last Updated:

এক সমীক্ষায় প্রকাশিত সমাজবাদী পার্টি দেশের ধনীতম রাজনৈতিক দল ৷ অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মের এক রিপোর্টে প্রকাশিত ৷

#নয়াদিল্লি: এক সমীক্ষায় প্রকাশিত সমাজবাদী পার্টি দেশের ধনীতম রাজনৈতিক দল ৷ অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মের এক রিপোর্টে প্রকাশিত ৷ ২০১৬-১৭ অর্থবর্ষে সমাজবাদী পার্টির তহবিলে মোট অর্থের পরিমাণ ৮২.৭৬ কোটি টাকা  ৷
সূত্রের খবর সমগ্র আঞ্চলিক দলগুলির মোট আয় ৩২১.০৩ কোটি টাকা, অর্থাৎ সপার আয় মোট আঞ্চলিক দলগুলির আয়ের ২৫.৭৮ শতাংশ ৷
ইডিআর সূত্রে আরও খবর ধনী দলগুলির তালিকায় জেডিএস, টিডিপি, ডিএমকে আছে ৷ ধনীতম দলের তালিকায় থাকলেও ২০১৬-১৭ অর্থবর্ষে যথাক্রমে ৮৭, ৬৭ শতাংশ আয়ের টাকা খরচই করতে পারেনি জেডিএস-টিডিপি ৷ ডিএমকে ৮১.৮৮ কোটি টাকা খরচ করেছে ৷ সপা সেখানে এক অর্থবর্ষে ৬৪.৩৪, ৩৭.৮৯ কোটি টাকা বেশি খরচ করেছে ৷
advertisement
advertisement
নির্বাচন কমিশন সূত্রে জানতে পারা গিয়েছে ৪৮টি আঞ্চলিক দলের মধ্যে ১৬টি দলের অডিটে ন্যাশনাল কনফারেন্স, রাষ্ট্রীয় জনতা দল, আম আদমি পার্টি সময় মতো আটিআর জমা দিয়েছে ৷ বাকি ২০টি দল ১৩ দিন থেকে ৫ মাস পর্যন্ত দেরি করেছে আইটি আর জমা দিতে ৷
৩২টি আঞ্চলিক দলের অর্থবর্ষ ২০১৫-১৬ থেকে ২০১৬-১৭ আয়ের বৃদ্ধি হয়েছে ৷ ৫ আঞ্চলিক দল রিটার্ন জমা করেনি সময় মত ৷ আইটিআর জমা সময় মত জমা করা ২৭টি আঞ্চলিক দলের মধ্যে অর্থবর্ষ ২০১৫-১৬, ২০১৬-১৭ চোখে পড়ার মত আয় বেড়েছে ৷ ২৯১.১৪ কোটি টাকা থেকে ৩১৬.০৫কোটি টাকা যা শতাংশের বিচারে ৮.৫৬ শতাংশ ৷ সে ক্ষেত্রে ৩২টি আঞ্চলিক দলের মধ্যে সব থেকে বেশি আয় বেড়েছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
সপা দেশের সব থেকে ধনী আঞ্চলিক দল, সমীক্ষায় প্রকাশ
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement