সপা দেশের সব থেকে ধনী আঞ্চলিক দল, সমীক্ষায় প্রকাশ

Last Updated:

এক সমীক্ষায় প্রকাশিত সমাজবাদী পার্টি দেশের ধনীতম রাজনৈতিক দল ৷ অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মের এক রিপোর্টে প্রকাশিত ৷

#নয়াদিল্লি: এক সমীক্ষায় প্রকাশিত সমাজবাদী পার্টি দেশের ধনীতম রাজনৈতিক দল ৷ অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মের এক রিপোর্টে প্রকাশিত ৷ ২০১৬-১৭ অর্থবর্ষে সমাজবাদী পার্টির তহবিলে মোট অর্থের পরিমাণ ৮২.৭৬ কোটি টাকা  ৷
সূত্রের খবর সমগ্র আঞ্চলিক দলগুলির মোট আয় ৩২১.০৩ কোটি টাকা, অর্থাৎ সপার আয় মোট আঞ্চলিক দলগুলির আয়ের ২৫.৭৮ শতাংশ ৷
ইডিআর সূত্রে আরও খবর ধনী দলগুলির তালিকায় জেডিএস, টিডিপি, ডিএমকে আছে ৷ ধনীতম দলের তালিকায় থাকলেও ২০১৬-১৭ অর্থবর্ষে যথাক্রমে ৮৭, ৬৭ শতাংশ আয়ের টাকা খরচই করতে পারেনি জেডিএস-টিডিপি ৷ ডিএমকে ৮১.৮৮ কোটি টাকা খরচ করেছে ৷ সপা সেখানে এক অর্থবর্ষে ৬৪.৩৪, ৩৭.৮৯ কোটি টাকা বেশি খরচ করেছে ৷
advertisement
advertisement
নির্বাচন কমিশন সূত্রে জানতে পারা গিয়েছে ৪৮টি আঞ্চলিক দলের মধ্যে ১৬টি দলের অডিটে ন্যাশনাল কনফারেন্স, রাষ্ট্রীয় জনতা দল, আম আদমি পার্টি সময় মতো আটিআর জমা দিয়েছে ৷ বাকি ২০টি দল ১৩ দিন থেকে ৫ মাস পর্যন্ত দেরি করেছে আইটি আর জমা দিতে ৷
৩২টি আঞ্চলিক দলের অর্থবর্ষ ২০১৫-১৬ থেকে ২০১৬-১৭ আয়ের বৃদ্ধি হয়েছে ৷ ৫ আঞ্চলিক দল রিটার্ন জমা করেনি সময় মত ৷ আইটিআর জমা সময় মত জমা করা ২৭টি আঞ্চলিক দলের মধ্যে অর্থবর্ষ ২০১৫-১৬, ২০১৬-১৭ চোখে পড়ার মত আয় বেড়েছে ৷ ২৯১.১৪ কোটি টাকা থেকে ৩১৬.০৫কোটি টাকা যা শতাংশের বিচারে ৮.৫৬ শতাংশ ৷ সে ক্ষেত্রে ৩২টি আঞ্চলিক দলের মধ্যে সব থেকে বেশি আয় বেড়েছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
সপা দেশের সব থেকে ধনী আঞ্চলিক দল, সমীক্ষায় প্রকাশ
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement