Indian Railway: রেলের মাধ্যমেই উন্নয়নের প্রকল্প! 'অমৃত ভারত' উদ্বোধনের পরে ঘোষণা মোদির
- Published by:Sayani Rana
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
দেশজুড়ে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং রেল যাত্রীদের বিশ্বমানের সুবিধা প্রদানের যে লক্ষ্য প্রধানমন্ত্রী স্থির করেছিলেন তা বাস্তবায়নের দিকে একটি পদক্ষেপ হল এই নতুন ট্রেনগুলি।
অযোধ্যা: মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি অযোধ্যা ধাম রেলওয়ে স্টেশন থেকে দেশে নতুন শ্রেণির এক জোড়া সুপারফাস্ট প্যাসেঞ্জার ট্রেন ‘অমৃত ভারত এক্সপ্রেস’ এবং ছয়টি ‘বন্দে ভারত এক্সপ্রেসের শুভ সূচনা করেছেন। দেশজুড়ে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং রেল যাত্রীদের বিশ্বমানের সুবিধা প্রদানের যে লক্ষ্য প্রধানমন্ত্রী স্থির করেছিলেন তা বাস্তবায়নের দিকে একটি পদক্ষেপ হল এই নতুন ট্রেনগুলি।
এছাড়া, নতুন তৈরি হওয়া অযোধ্যা ধাম রেলওয়ে স্টেশনের উদ্বোধনও করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে দেশের প্রতি কয়েকটি দ্বৈতকরণ ও বৈদ্যুতিকীকরণ প্রকল্পের কথাও প্রকাশ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, “আধুনিক রেলওয়ে নির্মাণের ক্ষেত্রে দেশ আরও একটি বড় পদক্ষেপ গ্রহণ করেছে। বন্দে ভারত ও নমো ভারতের পর দেশ আরও একটি আধুনিক ট্রেন পেল। এই তিনটি ট্রেনের ত্রিশক্তি ভারতীয় রেলওয়েকে পুনরুজ্জীবীত করে তুলবে।”
advertisement
advertisement
প্রধানমন্ত্রী আরও বলেন, “অমৃত ভারত ট্রেন হল নন-এয়ার-কন্ডিশন কোচ-সহ এলএইচবি পুশ পুল ট্রেন। উন্নত গতি বেগের জন্য এই ট্রেনের উভয় প্রান্তে রয়েছে লোকো। এটি রেল যাত্রীদের অন্যান্য সুযোগ-সুবিধার পাশাপাশি সুন্দর ও আকর্ষণীয় ডিজাইনের সিট, উন্নত লাগেজ রেক, উপযুক্ত মোবাইল হোল্ডার সহ মোবাইল চার্জিং পয়েন্ট, এলইডি লাইট, সিসিটিভি, পাবলিক ইনফর্মেশন সিস্টেমের মতো উন্নত সুবিধা প্রদান করবে।”
advertisement
দুটি নতুন অমৃত ভারত ট্রেন হলো দ্বারভাঙা-অযোধ্যা-আনন্দ বিহার টার্মিনাল অমৃত ভারত এক্সপ্রেস এবং মালদা টাউন-এসএমভিটি বাঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস। এছাড়া প্রধানমন্ত্রী ছয়টি নতুন বন্দে ভারত ট্রেনের সূচনাও করেন। এই বন্দে ভারত ট্রেনগুলির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে শ্রী মাতা বৈষ্ণ দেবী কাতরা-নিউ দিল্লি বন্দে ভারত এক্সপ্রেস, অমৃতসর-দিল্লি বন্দে ভারত এক্সপ্রেস, কোয়েম্বাটোর-বাঙ্গালোর ক্যান্ট. বন্দে ভারত এক্সপ্রেস, মাঙ্গালোর-মাদগাঁও বন্দে ভারত এক্সপ্রেস, জালনা-মুম্বাই বন্দে ভারত এক্সপ্রেস এবং অযোধ্যা-আনন্দ বিহার টার্মিনাল বন্দে ভারত এক্সপ্রেস।
advertisement
অযোধ্যা ধাম জংশন রেলওয়ে স্টেশনের প্রথম পর্যায়ের উন্নয়নে ব্যয় হয়েছে ২৪০ কোটি টাকারও বেশি। তিন তলার আধুনিক রেলওয়ে স্টেশন বিল্ডিংটি লিফ্ট, এসকেলেটর, ফুড প্লাজা, পূজার জন্য প্রয়োজনীয় দোকান, ক্লক রুম, শিশুর যত্নের কক্ষ, ওয়েটিং হলের মতো সমস্ত আধুনিক বৈশিষ্ট্য দিয়ে সাজানো হয়েছে।
স্টেশন বিল্ডিংটি সকলের জন্য প্রবেশযোগ্য এবং ‘আইজিবিসি সার্টিফাইড গ্রিন স্টেশন বিল্ডিং’। এছাড়া প্রধানমন্ত্রী দেশের প্রতি ২৩০০ কোটি টাকা ব্যয়ে তিনটি রেলওয়ে প্রকল্প উৎসর্গ করেন, যা আঞ্চলিক রেল পরিকাঠামোকে শক্তিশালী করবে। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে রুমা চাকেরি-চান্দেরি তৃতীয় লাইন প্রকল্প, জাউনপুর-অযোধ্যা-বরাবাঙ্কি দ্বৈতকরণ প্রকল্পের জাউনপুর-তুলসী নগর, আকবরপুর-অযোধ্যা, সোহাওয়াল-পটরাঙা এবং সফদারগঞ্জ-রাসাউলি সেকশন এবং মালহাউর-ডালিগঞ্জ রেলওয়ে সেকশনের দ্বৈতকরণ ও বৈদ্যুতিকীকরণ প্রকল্প। এই রেলওয়ে প্রকল্পগুলি অযোধ্যা ও বারাণসী ভ্রমণ সহজ করার পাশাপাশি বৃহৎ বৃহৎ শহরের সাথে সংযোগ ব্যবস্থাও দ্রুত করবে, যার ফলে অঞ্চলটির সামগ্রিক উন্নয়নও হবে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 31, 2023 11:26 AM IST