Ceiling Fan Caution: সিলিং ফ্যান কেনার সময় মানতে হবে এই নিয়ম, নইলে এবার বড় শাস্তি! জানালেন কেন্দ্রীয় মন্ত্রী
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Ceiling Fan Caution: কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X- এ একটি ভিডিও পোস্ট করে গ্রাহকদের সিলিং ফ্যান কেনার সময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
নয়াদিল্লি: দেশের প্রতিটি বাড়িতে সিলিং ফ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় বৈদ্যুতিন সরঞ্জাম। শীতের কয়েক মাস কাটলেই ফের ঘরে ঘরে সিলিং ফ্যান কেনার হিড়িক শুরু হবে। ২০২৪-এর ফেব্রুয়ারির পর থেকেই ফের শুরু হবে ফ্যান কেনার পালা। এ নিয়েই এবার সতর্ক করলেন কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল।
এবারে আসন্ন গরমের মরশুমে সিলিং ফ্যান কিনতে যাওয়ার আগে গ্রাহকদের অবশ্যই কয়েকটি বিষয়ের দিকে নজর রাখতে হবে। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X- এ একটি ভিডিও পোস্ট করে গ্রাহকদের সিলিং ফ্যান কেনার সময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তিনি জানিয়েছেন, সিলিং ফ্যানের নিয়মগুলোতে একটি বড় পরিবর্তন করা হয়েছে।
Ceiling Fan पर ISI मार्क होने से ऐसे मिलेगा उपभोक्ताओं को लाभ… pic.twitter.com/l45oRC4wzb
— Piyush Goyal (@PiyushGoyal) November 24, 2023
advertisement
advertisement
আরও পড়ুন: কোন বয়সে কোন ক্লাসে ভর্তি? স্কুলে ভর্তির বয়সসীমা নিয়ে বড় খবর দিল শিক্ষা দফতর
গ্রাহকদের স্বার্থের কথা মাথায় রেখেই সিলিং ফ্যান সংক্রান্ত নিয়মগুলো কঠোর করা হয়েছে। ক্রেতা সুরক্ষা মন্ত্রক সমস্ত ফ্যান উৎপাদনকারী সংস্থাগুলোকে কোয়ালিটি কন্ট্রোল অর্ডার জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেই বিজ্ঞপ্তিতে স্পষ্ট ভাবে বলা হয়েছে, সমস্ত সিলিং ফ্যানে undefined ISI মার্ক থাকা বাধ্যতামূলক।
advertisement
আরও পড়ুন: ‘সেই দিনটা…’, অনুপমের প্রাক্তন স্ত্রী আজ থেকে পরমের ঘরণী! প্রেমের শুরুটা লুকিয়ে ‘সেই’ দিনে
2024 -এর ফেব্রুয়ারি মাসের পর থেকে দেশে বিআইএস চিহ্ন ছাড়া সিলিং ফ্যান বিক্রি, গোডাউনে রাখা বা আমদানি করা যাবে না। চলতি বছরের সেপ্টেম্বর মাসেই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই নির্দেশিকা না মানলে কঠোর শাস্তির মুখে পড়বেন বিক্রেতারা, সেকথাও জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 27, 2023 6:52 PM IST