West Bengal School Admission: কোন বয়সে কোন ক্লাসে ভর্তি? স্কুলে ভর্তির বয়সসীমা নিয়ে বড় খবর দিল শিক্ষা দফতর
- Published by:Raima Chakraborty
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
West Bengal School Admission: রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে, যদি কোনও পড়ুয়া ভর্তি না হওয়ার সুযোগ পান তাহলে সংশ্লিষ্ট জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শকদের মাধ্যমে আবেদন করতে হবে।
কলকাতা: কোন বয়সে কোন ক্লাসে ভর্তি? সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল রাজ্য। প্রত্যেকবারই প্রথম শ্রেণিতে ভর্তির আগে বা জানুয়ারি মাসে ভর্তির সময়সীমার আগে এই নির্দেশিকা জারি করে রাজ্য। এবারও কোন বয়সে কোন ক্লাসে ভর্তি হতে পারবে সেই সংক্রান্ত বিস্তারিত গাইডলাইন আকারে নির্দেশিকা জারি করে দেওয়া হল রাজ্যের তরফে।
রাজ্য স্কুল শিক্ষা দফতর নির্দেশিকা দিয়ে জানিয়েছে ন্যূনতম ৬ বছর হলে ক্লাস ওয়ানে ভর্তি হওয়া যাবে। তবে সেক্ষেত্রে বয়স সাত বছরের কম হতে হবে। ন্যূনতম ৭ বছর কিন্তু ৮ বছরের কম বয়স হতে হবে ক্লাস টু-তে ভর্তি হতে। ন্যূনতম আট বছর কিন্তু নয় বছরের কম হতে হবে ক্লাস থ্রিতে ভর্তি হওয়ার জন্য। ন্যূনতম ৯ বছর কিন্তু ১০ বছরের কম বয়স হতে হবে চতুর্থ শ্রেণিতে ভর্তি হওয়ার জন্য।
advertisement
আরও পড়ুন: ‘সেই দিনটা…’, অনুপমের প্রাক্তন স্ত্রী আজ থেকে পরমের ঘরণী! প্রেমের শুরুটা লুকিয়ে ‘সেই’ দিনে
ন্যূনতম ১০ বছর কিন্তু ১১ বছরের কম বয়স হতে হবে পঞ্চম শ্রেণিতে ভর্তি হওয়ার জন্য। ন্যূনতম ১১ বছর কিন্তু ১২ বছরের কম বয়স হতে হবে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়ার জন্য। ন্যূনতম ১২ বছর কিন্তু ১৩ বছরের কম বয়স হতে হবে সপ্তম শ্রেণিতে ভর্তি হওয়ার জন্য। আর ন্যূনতম তেরো বছর কিন্তু ১৪ বছরের কম বয়স হতে হবে অষ্টম শ্রেণিতে ভর্তি হওয়ার জন্য।
advertisement
advertisement
আরও পড়ুন: নখ, নখের পাশের চামড়া দাঁত দিয়ে কেটে ফেলেন? এক মারাত্মক রোগের শিকার আপনি, জানুন
রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফে নির্দেশিকা দিয়ে জানানো হয়েছে, লটারির মাধ্যমেও যদি কোনও পড়ুয়া ভর্তি হওয়ার সুযোগ না পান সেক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শকদের আধিকারিকদের কাছে আবেদন জানাবেন সংশ্লিষ্ট পড়ুয়ার অভিভাবেকরা। ৩১ জানুয়ারি ২০২৪ সালের মধ্যে বিভিন্ন জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শকের আধিকারিকেরা ছাত্রছাত্রীদের ভর্তি সুনিশ্চিত করবে।
advertisement
রাজ্য স্কুল শিক্ষা দফতরের তরফের নির্দেশিকা দিয়ে জানানো হয়েছে কোনও ভাবেই যাতে ড্রপ আউট না হয় সেই বিষয় নিশ্চিত করতে হবে জেলার স্কুল শিক্ষা দফতরের আধিকারিকদের। অন্যদিকে, অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য সরকারি ও সরকার নিয়ন্ত্রিত স্কুলে ১০ শতাংশ আসন সংরক্ষিত থাকবে বলেও নির্দেশিকা দিয়ে জানানো হয়েছে।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
November 27, 2023 4:59 PM IST