নগ্ন হয়ে হাঁটার ভিডিওর কিশোরী ধর্ষিতা নন, উত্তরপ্রদেশের ঘটনায় দাবি পুলিশের
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Naked girl walking on road viral video: ঘটনাটি ঘটেছে গত ১ সেপ্টেম্বর। ভোজপুর থানা এলাকার অন্তর্গত এক গ্রামে। ৭ সেপ্টেম্বর নির্যাতিতার পরিবারের সদস্যের দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ এক অভিযুক্তকে গ্রেফতারও করেছিল।
#মোরাদাবাদ: রাস্তায় নগ্ন হয়ে হাঁটতে দেখা গিয়েছিল উত্তরপ্রদেশ মোরাদাবাদ জেলার এক কিশোরীকে। ১৫ সেকেন্ডের সেই আবছা সিসিটিভি ফুটেজ প্রকাশ পেতেই মুহূ্র্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়া।
বুধবারের সেই ভিডিও নিয়ে উত্তরপ্রদেশ পুলিশ বৃহস্পতিবার জানায়, 'মেয়েটি যৌন হেনস্থার শিকার নন।' মেডিক্যাল পরীক্ষা করেই তা জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেয়েটির বাবা-মা বলেছেন, তাঁদের মেয়ে 'শৈশব থেকেই মানসিক সমস্যায় ভুগছেন'।
advertisement
advertisement
মোরাদাবাদের পুলিশকর্তা হেমন্ত কুটিয়াল বলেন, ''সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যাতে একটি মেয়েকে নগ্ন অবস্থায় হাঁটতে দেখা যাচ্ছে। তাঁর এক আত্মীয় অভিযোগ জানিয়েছিলেন, তাঁদের বাড়ির মেয়ে যৌন হেনস্থার শিকার হয়েছেন। তারই ভিত্তিতে পুলিশ এফআইআর করেছে। পরে তাঁর বাবা-মায়ের বক্তব্য রেকর্ড করা হয় এবং তারা যৌন নির্যাতনের কথা অস্বীকার করেন। বাবা-মায়ের বক্তব্য অনুযায়ী, তাঁদের মেয়ে ছোটবেলা থেকেই মানসিক সমস্যায় ভুগছেন। আমরা তাঁর মেডিক্যাল পরীক্ষা করিয়েছি এবং কোনও যৌন নির্যাতনের প্রমাণ খুঁজে পাইনি।"
advertisement
ঘটনাটি ঘটেছে গত ১ সেপ্টেম্বর। ভোজপুর থানা এলাকার অন্তর্গত এক গ্রামে। ৭ সেপ্টেম্বর নির্যাতিতার পরিবারের সদস্যের দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ এক অভিযুক্তকে গ্রেফতারও করেছিল।
মোরাদাবাদ রেঞ্জের ডিআইজি শলভ মাথুরের কথায়, ''এই মামলায় এক অভিযুক্তকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। কিন্তু মেয়েটি ধর্ষণ করার কোনও প্রমাণ মেলেনি বলে বিষয়টি এখনও তদন্তাধীন রয়েছে।'' পুলিশ সুপার সন্দীপ কুমার মীনা জানান, ম্যাজিস্ট্রেটের সামনে মেয়েটি এবং তাঁর বাবা-মা গণধর্ষণের কথা অস্বীকার করেছেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 22, 2022 8:13 PM IST