Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর জাতীয় সঙ্গীত অবমাননা মামলা, সব নজর ১২ জানুয়ারির দিকে

Last Updated:

Mamata Banerjee: মুম্বইয়ের দায়েরা আদালতে মামলা করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। সেই মামলারই রায় দেওয়ার কথা ছিল।

রায়দান স্থগিত রাখল আদালত
রায়দান স্থগিত রাখল আদালত
#রাজীব চক্রবর্তী, নয়াদিল্লি: জাতীয় সংগীতের অবমাননা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলার রায়দান স্থগিত রাখল মুম্বই আদালত। মুম্বইয়ের বিজেপি সম্পাদক তথা আইনজীবী বিবেকানন্দ দয়ানন্দ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগে মামলা দায়ের করেন। সেই মামলায় তৃণমূল নেত্রীকে আদালতে হাজিরের নির্দেশ দেয় মুম্বাইয়ের মেজিস্ট্রেট কোর্ট। যদিও সেই রায়ের পাল্টা মুম্বইয়ের দায়েরা আদালতে মামলা করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। সেই মামলারই রায় দেওয়ার কথা ছিল। আগামী ১২ জানুয়ারি রায় দেবে আদালত।
এদিন মামলার শুনানিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে সওয়াল করেন এনসিপি নেতা তথা আইনজীবী মাজিদ মেমন। এর আগে মুম্বাই যান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেবার একাধিক রাজনৈতিক কর্মসূচিতে তাঁর। সেখানেই জাতীয় সঙ্গীত গাওয়ার সময় বসে থাকার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। বিষয়টি নিয়ে মামলা দায়ের করেন বিজেপি নেতা।
advertisement
advertisement
গতকালও মামলার শুনানি হয়। বিজেপি নেতা মামলাকারী বিবেকানন্দ দয়ানন্দ এর আইনজীবী আদালতে বলেন সরকারি কাজে নয়, রাজনৈতিক কাজে মুম্বাই এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে তাঁর বিরুদ্ধে মামলা বা শাস্তিমূলক পদক্ষেপ করার জন্য অনুমতির কোনও প্রয়োজন নেই। পাল্টা মাজিদ মেমন জানান, রাজনৈতিক কাজ হলেই তাকে বেসরকারি কাজের আওয়াতায় ফেলা যায় না। এক্ষেত্রে অনুমতি প্রয়োজন। তিনি বলেন প্রতক্ষ্যদর্শীরা মাধ্যমে এখনও প্রমাণ হয়নি যে তিনি জাতীয় সংগীতের অবমাননা করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনে বলা হয়, সরকারি সফরে মুম্বই গিয়ে শরদ পাওয়ারের সঙ্গে সাক্ষাৎ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও দেশের রাজনীতি, অর্থনীতি নিয়ে আলোচনার জন্য নাগরিক সমাজের আমন্ত্রণ ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। আবেদনে বলা হয়েছে, " যেহেতু তিনি বিজেপির বিরুদ্ধে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে সমস্ত বিরোধী দলকে একজোট করার চেষ্টা করছেন ফলে এই কর্মসূচি তাঁর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
advertisement
মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীদের তরফে বলা হয়েছে ওয়াই বি চৌহান সেন্টারে সংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি যেটি তাঁর সরকারি সফর ছিল। পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধি হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলে জানানো হয়েছে আইনজীবীদের তরফে।
বাংলা খবর/ খবর/দেশ/
Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর জাতীয় সঙ্গীত অবমাননা মামলা, সব নজর ১২ জানুয়ারির দিকে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement