সুপ্রিম কোর্টের নির্দেশে এবার থেকে ট্রেনে এই জিনিসটি রাখা বাধ্যতামূলক
Last Updated:
যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এবার থেকে সব ধরনের ট্রেনে অক্সিজেন সিলিন্ডার রাখা বাধ্যতামূলক করল সুপ্রিম কোর্ট।
#নয়াদিল্লি: যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এবার থেকে সব ধরনের ট্রেনে অক্সিজেন সিলিন্ডার রাখা বাধ্যতামূলক করল সুপ্রিম কোর্ট। ট্রেনে যাত্রার করার সময় যদি কোনও যাত্রী অসুস্থ হয়ে পড়েন তাদের জন্য ন্যূনতম চিকিৎসা পরিষেবা রাখার নির্দেশ দেওয়া হয়েছে ৷ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্র, এ এম খানবিলকর ও ডি ওয়াই চন্দ্রচূড়কে নিয়ে গঠিত বেঞ্চ বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে ৷
যদি ট্রেনে যাত্রা করার সময় অসুস্থ হয়ে পড়েন তাহলে টিকিট পরীক্ষককে জানাতে হবে ৷ অসুস্থ ব্যক্তির চিকিৎসার জন্য পরবর্তী স্টেশনে জানিয়ে সমস্ত ব্যবস্থা করে রাখতে হবে টিকিট পরীক্ষককে ৷
সম্প্রতি রাজস্থান হাইকোর্ট রেলকে নির্দেশ দিয়েছিল যে ট্রেনে যাত্রীদের জন্য একজন মেডিক্যাল অফিসার, নার্স রাখতে হবে ৷ এরপর সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল কেন্দ্র ৷ সরকারের তরফে জানানো হয়েছে যে প্রত্যেক ট্রেনে এই পরিষেবা দেওয়া সম্ভব নয় ৷ এদিন সুপ্রিম কোর্ট জানিয়েছে যুক্তি দিয়ে রেল এই দায়িত্ব এড়াতে চাইছে ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 20, 2017 1:42 PM IST