Car Accident: ভয়াবহ দুর্ঘটনা! সজোরে ডিভাইডারে ধাক্কা মারল থার, দলা পাকিয়ে গেলেন পাঁচ যাত্রী! র*ক্তে ভাসল এলাকা

Last Updated:

Car Accident: শনিবার সকালে গুরগাঁও-দিল্লি-জয়পুর হাইওয়ের ঝারসা ফ্লাইওভারের কাছে একটি কালো মহিন্দ্রা থার গাড়ি সজোরে ডিভাইডারে ধাক্কা মারে। সেই সময় গাড়ির গতি এতটাই বেশি ছিল যে পাঁচ জনের মৃত্যু হয়।

ভয়াবহ দুর্ঘটনা
ভয়াবহ দুর্ঘটনা
উত্তরপ্রদেশে ফের ভয়াবহ দুর্ঘটনার জেরে মৃত্যু হল পাঁচজনের। শনিবার সকালে গুরগাঁও-দিল্লি-জয়পুর হাইওয়ের ঝারসা ফ্লাইওভারের কাছে একটি কালো মহিন্দ্রা থার গাড়ি সজোরে ডিভাইডারে ধাক্কা মারে। সেই সময় গাড়ির গতি এতটাই বেশি ছিল যে পাঁচ জনের মৃত্যু হয় এবং একজন গুরুতর আহত হন। যা ছয়জন যাত্রী বহন করছিল, হাইওয়ে ডিভাইডারে ধাক্কা লাগার ফলে পাঁচজন পুরুষ নিহত এবং একজন গুরুতরভাবে আহত হন।
দুর্ঘটনার সময় ওই থার গাড়িটিতে ৬ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনাটি ঘটে ভোর সাড়ে ৪টেয়। সেই সময়ে থার গাড়িটি উচ্চ গতিতে চলছিল, তাই চালক নিয়ন্ত্রণ হারালে ডিভাইডারে জোরে ধাক্কা মারে। সংঘর্ষটি এতটাই তীব্র ছিল যে চারজন যাত্রী ঘটনাস্থলেই মারা যায়, এবং দুইজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে একজন পরে আহত অবস্থায় মারা যায়, ফলে একজন মাত্র জীবিত, তাঁর অবস্থা আশঙ্কাজনক।
advertisement
advertisement
দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছায়, এবং মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। কর্মকর্তারা মৃতদের পরিচয় জানার চেষ্টা করছেন এবং কেন দুর্ঘটনা ঘটল তা নিয়ে তদন্ত শুরু করছেন। তবে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে উচ্চ গতির জেরেই দুর্ঘটনা ঘটেছে।
বাংলা খবর/ খবর/দেশ/
Car Accident: ভয়াবহ দুর্ঘটনা! সজোরে ডিভাইডারে ধাক্কা মারল থার, দলা পাকিয়ে গেলেন পাঁচ যাত্রী! র*ক্তে ভাসল এলাকা
Next Article
advertisement
West Bengal Weather Update: নিম্নচাপ প্রবেশ করবে স্থলভাগে, উপকূলে ভারী বৃষ্টির শঙ্কা ! পঞ্চমী ও ষষ্ঠীতে কেমন থাকবে আবহাওয়া?
নিম্নচাপ প্রবেশ করবে স্থলভাগে, উপকূলে ভারী বৃষ্টির শঙ্কা! পঞ্চমী ও ষষ্ঠীর আবহাওয়ার আপডেট
  • নিম্নচাপ প্রবেশ করবে স্থলভাগে

  • উপকূলে ভারী বৃষ্টির শঙ্কা !

  • পঞ্চমী ও ষষ্ঠীতে কেমন থাকবে আবহাওয়া?

VIEW MORE
advertisement
advertisement