Quit Smoking: শুধু ক্য়ানসার নয়, ধূমপানের কারণে হতে পারে আরও অনেক অসুখ! জেনে নিন কী কী...
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Smoking: ধূমপান একজন মহিলার গর্ভবতী হওয়া কঠিন করে তোলে এবং এটি জন্মের আগে এবং পরে শিশুর স্বাস্থ্যকে প্রভাবিত করে।
সিনেমার শুরুতেই তামাক বিরোধী বিজ্ঞাপনগুলি সতর্ক করেছে যে, ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এবং ধূমপান ক্যানসারের কারণ। বারবার বলা হয়েছে ধূমপান বন্ধ করতে (Quit Smoking)। কিন্তু, সেই বাধ্যতামূলক সতর্কতায় (mandatory warning) তারা যেটি ভুলে গিয়েছে তা হল. ধূমপান শরীরের আরও অনেক ক্ষতি করে। জার্মানির একটি সমীক্ষা রিপোর্ট জানিয়েছে, বর্তমানে সারা বিশ্বের প্রায় ১৯ শতাংশ প্রাপ্তবয়স্ক ধূমপান করে। রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (CDC) তাদের রিপোর্টে বলেছে, ধূমপানে প্রতি বছর যে পরিমাণ মৃত্য়ু হয় তা নিম্নলিখিত কারণগুলির মিলিত মৃত্য়ুর চেয়ে বেশি:
advertisement
advertisement
সংস্থাটির (CDC) মতে, ধূমপানের কারণে প্রতি বছর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় পাঁচজনের মধ্যে একজনের মৃত্যু হয়। ফলে এই মুহূর্তে ধূমপান বন্ধ করা জরুরি (Quit Smoking)। আমরা সবাই জানি যে ধূমপান ক্যানসারের কারণ কিন্তু খুব কম লোকই জানেন সেটা কোন ধরনের ক্যান্সার। ধূমপান শরীরের প্রায় যে কোনো জায়গায় ক্যানসারের কারণ হতে পারে। যেমন,
advertisement
advertisement
advertisement
সংস্থাটি বলছে, ধূমপান একজন মহিলার গর্ভবতী হওয়া কঠিন করে তোলে এবং এটি জন্মের আগে এবং পরে শিশুর স্বাস্থ্যকে প্রভাবিত করে। সিডিসি ধূমপায়ীদের সতর্ক করে জানিয়েছে, এটি তাদের হৃৎপিণ্ড এবং রক্তনালীগুলিকে ক্ষতিগ্রস্ত করে তোলে।
advertisement
এবার দেখা যাক ধূমপান ত্বকের কী ক্ষতি করে। আমেরিকান অস্টিওপ্যাথিক কলেজ অফ ডার্মাটোলজি (AOCD) বলেছে, ত্বক এবং শ্লেষ্মা ঝিল্লিতে ধূমপানের স্বল্পমেয়াদী প্রভাবের মধ্যে আঙুল ও নখ হলুদ হয়ে যাওয়া, দাঁতের বিবর্ণতা এবং এমনকি কালো লোমশ জিহ্বাও তৈরি হতে পারে। দীর্ঘমেয়াদী প্রভাবের মধ্যে রয়েছে শুষ্ক ত্বক, পিগমেন্টেশন, গভীর বলিরেখা।
advertisement
সিডিসি CDC)-র রিপোর্ট (CDC) অনুসারে ধূমপানের ফলে সৃষ্ট শ্বাসযন্ত্রের রোগগুলির মধ্যে রয়েছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি)। এর মধ্যে আছে এমফিসেমা এবং ক্রনিক ব্রঙ্কাইটিস। পাশাপাশি ধূমপান দাঁতের ক্ষতি করতে পারে, ছানি পড়ার ঝুঁকি বাড়ায়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমায়।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 07, 2022 5:22 PM IST