Kindness: ছোট থেকেই আপনার সন্তানকে বানান সহানুভূতিপ্রবণ, জেনে নিন কীভাবে...

Last Updated:

Kindness: শৈশব হল শিশুর জীবনের একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ সময়। শৈশব সাদা কাগজের মতো। যা সেখানো হবে শিশু বড় হওয়ার পর তাই শিখবে।

 Parenting Tips
Parenting Tips
যে কোনও বাবা-মা চান তাঁদের সন্তান একজন দায়িত্ববান নাগরিক (Responsible Citizen) হয়ে উঠুক। জীবনের প্রতি ক্ষেত্রে সাফল্য়ই শুধু নয়, একজন মানুষের মতো মানুষ হোক। এটা বলার অপেক্ষা রাখে না যে প্রত্যেক দায়িত্বশীল পিতামাতা (Parents) তাঁদের সন্তানকে একজন দক্ষ এবং স্বাধীন ব্যক্তি হিসেবে গড়ে তোলার জন্য যথাসাধ্য চেষ্টা করেন। শৈশব হল শিশুর জীবনের একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ সময়। শৈশব সাদা কাগজের মতো। যা সেখানো হবে শিশু বড় হওয়ার পর তাই শিখবে। কীভাবে আপনার সন্তানের মধ্য়ে সহানুভূতি (Kindness) আনবেন, তার জন্য় এই ছোট পদক্ষেপগুলি নিতে পারেন:
advertisement
advertisement
শেয়ারিং 
আপনার সন্তানকে জিনিস শেয়ার (Sharing) করতে শেখান। আপনার যদি একাধিক সন্তান থাকে, তাহলে তাদের নিজেদের মধ্যে খেলনা এবং চকলেটের মতো জিনিস ভাগ করে নিতে বলুন। তাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে শেখান। এতে ভবিষ্য়তে শিশুর মধ্য়ে সহানুভূতি (Kindness) তৈরি হবে।
advertisement
কৃতজ্ঞতা
একটি শিশুকে কৃতজ্ঞতার (Thanking) গুরুত্ব জানতে হবে। বন্ধুদের বা বড়দের কাছ থেকে কোনো সাহায্যের বিনিময়ে তাকে ধন্যবাদ বলতে শেখান। তাদের কাছে ধন্যবাদ নোট লেখাও শেখাতে পারেন। তাদের প্লিজ (Please) বলা রপ্ত করান। এর ফলে তারা বুঝবে ইচ্ছে হলেই সব পাওয়া যায় না।কোনও ভুল করলে তাদের স্য়রি (Sorry) বলা শেখান। তাদের বলুন ভুল করলে ক্ষমা চাইতে হয়। ক্ষমা চাইলে কেউ ছোট হয়ে যায় না, এই বোধ তৈরি হওয়া জরুরি।
advertisement
দান 
অভাবী কাউকে দান করার ইচ্ছা ছোট থেকেই শিশুর মধ্য়ে আনতেহবে।কেন তাকে দান করতে হবে তার কারণ সম্পর্কে বোঝান। তাকেই বলুন দান করার জন্য খেলনা এবং কাপড় বেছে নিতে।
advertisement
পশুপ্রেম
পশুপ্রেমও (Animal Love) একটি গুরুত্বপূর্ণ বিষয়। যেসব শিশুকে পশুদের প্রতি ভালবাসা ও যত্ন নিতে শেখানো হয় তারা বড় হয়ে আরও সংবেদনশীল মানুষ হয়। তাদের যত্ন নেওয়া, প্রতিদিন তাদের খাওয়ানো, সেই সঙ্গে পশুপাখির আশ্রয়স্থল পরিদর্শন করা সবটাই ফলপ্রসূ। মনে রাখবেন, শিশুমন অনেক তাড়াতাড়ি সবকিছু শিখে নেয়। তাই খারাপ থেকে দূরে রাখা আর ভালর দিকে নিয়ে যাওয়া- সবটাই দরকার। 
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Kindness: ছোট থেকেই আপনার সন্তানকে বানান সহানুভূতিপ্রবণ, জেনে নিন কীভাবে...
Next Article
advertisement
Bengaluru: বেঙ্গালুরুতে ছাত্রীকে গণ*ধর্ষ*ণের অভিযোগ! গ্রেফতার প্রেমিক-সহ ৩, গোপনে ভিডিও রেকর্ড করে...
বেঙ্গালুরুতে ছাত্রীকে গণ*ধর্ষ*ণের অভিযোগ! গ্রেফতার প্রেমিক-সহ ৩, গোপনে ভিডিও রেকর্ড করে...
  • বেঙ্গালুরুতে ১৯ বছরের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ

  • ধর্ষকদের মধ্যে একজন নির্যাতিতার প্রেমিক৷ বাকি দুজনও ওই এলাকারই বাসিন্দা

  • অভিযুক্তদের মধ্যে দু'জন হল ছাত্র, একজন ইলেকট্রিশিয়ান

VIEW MORE
advertisement
advertisement