Ranu Mandal Dances to Srivalli song : রানু মণ্ডল ঝুকেগা নেহি ! 'পুষ্পা'র গানে নেচে ফের ভাইরাল তিনি

Last Updated:

Ranu Mandal Dances to Srivalli song : রানু মণ্ডল না আল্লু অর্জুন? নাচ দেখে বোঝার উপায় নেই ! পুষ্পা ঝড়ে ভাইরাল রানু...

photo source collected
photo source collected
#কলকাতা: রানু মণ্ডল (Ranu Mandal Dances to Srivalli song )। রানাঘাটের এই গায়িকাকে কে না চেনেন! রেল স্টেশনে গান গেয়ে ভিক্ষা করতেন তিনি। তাঁর গানের গলা অনেকটা লতা কণ্ঠী। ব্যস তাতেই তিনি হিট। অনেকটা লতাজির মতো গলা বলেই শুরু হয়ে যায় শোরগোল। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটা ভিডিও থেকেই সকলে নজরে পড়েন রানু মণ্ডল। এবার সেখান থেকে সোজা মুম্বই পাড়ি রানুর। রাতারাতি ভোল বদল। হিমেশ রেশমিয়ার সঙ্গে ছবিতে গান। সব করে ফেলেছিলেন রানু।
তাঁর জীবন যে এতটা বদলে যাবে ভাবেননি রানু(Ranu Mandal Dances to Srivalli song )। সেই সময় পোশাক বদলে যায় রানুর। বহুদিন স্নান করতে না, চুল আঁচড়াতেন না রানু। কিন্তু হঠাৎ করেই পার্লারে গিয়ে নিজেকে বদলে নিয়েছিলেন রানু। কিন্তু সে সব বেশি দিন সইল না তাঁর ভাগ্যে।
এখন তিনি(Ranu Mandal Dances to Srivalli song ) ফের চলে এসেছেন তাঁর রানাঘাটের এক কামড়ার বাড়িতে। যেখানে সামান্য একটা বাল্ব জ্বলে তাঁর ঘরে। বারান্দায় গ্যাস রাখা। তাতেই রান্না সারেন নিজের জন্য। আর পোশাক বলতে নাইটি, গামছা ও হুডি। এই অবস্থায় কেন ফিরতে হল তাঁকে তা জানা নেই। ধরে রাখতে পারেননি তিনি। তবে জনপ্রিয়তা কিন্তু কমেনি। রোজ ভাইরাল হয় তাঁর নানা কাণ্ড।
advertisement
advertisement
আজকাল রানুর(Ranu Mandal Dances to Srivalli song ) বাড়িতে শুধু ইউটিউবারদের ভিড়। কেউ চলে যাচ্ছেন রানুকে মেক-আপ করে ভিডিও বানাতে। আবার কেউ চলে যাচ্ছেন রানুকে বিয়ে করতে। তারপর মজার ভিডিও বানিয়ে শেয়ার করছেন। সম্প্রতি তেমনই একটি ভিডিও ফের ভাইরাল হয়। আল্লুউ অর্জুন অভিনীত ছবি 'পুষ্পা' এখন দারুণ হিট।
advertisement
এই ছবির গান, 'শ্রীভল্লি' (Ranu Mandal Dances to Srivalli song )এখন গোটা বিশ্ব কাঁপাচ্ছে। ভাষা না বুঝেও গোটা বিশ্বের মানুষ এই গানে নাচছেন। এবার শ্রীভল্লি গানে নেচে ফেললেন রানু মণ্ডলও। গামছা গলায় দিয়ে, হাতে লাঠি নিয়ে নাচলেন তিনি। যা এখন তুমুল ভাইরাল। রানু মণ্ডল 'ঝুকেগা নেহি'!
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ranu Mandal Dances to Srivalli song : রানু মণ্ডল ঝুকেগা নেহি ! 'পুষ্পা'র গানে নেচে ফের ভাইরাল তিনি
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement