হোম /খবর /দেশ /
মোদির সঙ্গে কথা হল ট্রুডোর, কৃষক আন্দোলনে সরকারের ভূমিকার প্রশংসা করলেন তিনি

ট্রুডোর সঙ্গে কথা মোদির, কৃষক আন্দোলনে সরকারের ভূমিকার প্রশংসায় কানাডার প্রধানমন্ত্রী

Canadian PM Trudeau In Talks With Modi and Commended Govt Efforts to Engage Farmers in Dialogue

Canadian PM Trudeau In Talks With Modi and Commended Govt Efforts to Engage Farmers in Dialogue

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে ফের ফোনে কথোপকথন হল কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর (Justin Trudeau)৷ চলতি কৃষক আন্দোলনে সরকারের ভূমিকার প্রশংসা করলেন ট্রুডো৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে ফের ফোনে কথোপকথন হল কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর (Justin Trudeau)৷ চলতি কৃষক আন্দোলনে সরকারের ভূমিকার প্রশংসা করলেন ট্রুডো৷ তিনি জানিয়েছেন, কেন্দ্রের সঙ্গে কৃষকদের আলোচনা "গণতন্ত্রের উপযোগী"৷ বিদেশ মন্ত্রকের (Ministry of External Affairs,MEA) পক্ষ থেকে শুক্রবার এমনটাই জানানো হয়েছে৷ কৃষক আন্দোলই নয়, একাধিক ইস্যু নিয়েই দীর্ঘক্ষণ মোদি-ট্রুডোর কথাবার্তা হয়েছে৷ তার মধ্যে উঠে এসেছে করোনা সঙ্কটের কথাও৷ ট্রুডো এদিন কানাডায় ভারতীয় কূটনৈতিক চত্বরে এবং কর্মীদের সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে তাঁর সরকারের দায়ের কথাও স্বীকারও করেছেন৷

ট্রুডোর অফিস থেকে এদিন এক বিবৃতি মারফত জানানো হয়েছে, "দুই দেশের নেতারা কানাডা এবং ভারতের গণতান্ত্রিক নীতিগুলি নিয়ে নিজেদের প্রতিশ্রুতির ব্যাপারে আলোচনা করেছেন, সাম্প্রতিক প্রতিবাদে কথোপকথনের মাধ্যমে ইস্যু সমাধানের গুরুত্ব নিয়েও আলোচনা হয়েছে৷" গত ডিসেম্বরে কিন্তু ট্রুডো কৃষি আন্দোলনের সমর্থনে কৃষকদের পাশে দাঁড়িয়ে ছিলেন৷ তিনি বলেছিলেন, কানাডা সর্বদা শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার রক্ষার করে এসেছে৷ কৃষি আন্দোলনের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশও করেন তিনি৷ গত সপ্তাহে বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী ভি মুরলীধরন কানাডাকে জানান যে, ট্রুডো ভারতের আভ্যন্তরীণ বিষয় নিতে মন্তব্য করেছেন৷ যা "অযাচিত" এবং "অগ্রহণযোগ্য"।

অন্যদিকে করোনা টিকার জন্য মোদির দ্বারস্থ হয়েই ট্রুডো ফোন করেছিলেন গত বুধবার৷ কানাডার প্রধানমন্ত্রীর ফোন পাওয়ার পর মোদি টুইট করেই জানান "আমার বন্ধু জাস্টিন ট্রুডোর থেকে ফোন পেয়ে খুব খুশি। কানাডায় করোনা টিকা সরবরাহের ব্যাপারে আমি আশ্বস্ত করেছি তাঁকে। জলবায়ু পরিবর্তন, বিশ্বের অর্থনীতি পুনরুদ্ধারের মতো গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সহযোগিতা বজায় রাখার জন্য সম্মত হয়েছি"

Published by:Subhapam Saha
First published:

Tags: Justin Trudeau