Kerala will not implement CAA says CM Pinarayi Vijayan: "কেরলে কখনই লাগু হবে না নাগরিকত্ব সংশোধনী আইন": মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন

Last Updated:

Citizenship Amendment Act: গত মাসে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শিলিগুড়িতে এসে জানান, COVID-19 মহামারী শেষ হয়ে গেলেই নাগরিকত্ব আইনটি কার্যকরী করা হবে।

Kerala CM Pinarayi Vijayan
Kerala CM Pinarayi Vijayan
#তিরুবনন্তপুরম: কেরলে বিতর্কিত নাগরিকত্ব (সংশোধনী) আইন (CAA) বাস্তবায়ন করবে না সরকার, বৃহস্পতিবার জোর দিয়ে একথাই ফের জানালেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। কেরলে বিজয়ন সরকারের প্রথম বার্ষিকী উদযাপনের সমাপ্তি উপলক্ষ্যে আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেন, “নাগরিকত্ব সংশোধনী আইনের (CAA) বিষয়ে সরকারের একটি স্পষ্ট অবস্থান রয়েছে। এটি অব্যাহত থাকবে।”
মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন বলেন, “আমাদের দেশ ভারতের সংবিধানে উল্লেখিত ধর্মনিরপেক্ষতার নীতিতে কাজ করে। আজকাল ধর্মনিরপেক্ষতাকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে। একটি নির্দিষ্ট গোষ্ঠী এই নিয়ে খুব উদ্বিগ্ন। সাম্প্রতিক একটি ঘটনায় একটি গোষ্ঠী মানুষের ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব নির্ধারণ করছিল। কেরল সরকার এই ঘটনার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে।”
advertisement
advertisement
মুখ্যমন্ত্রী আরও বলেন, “মানুষের মধ্যে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির জন্য দেশের বিভিন্ন স্থানে বেশ কিছু সমীক্ষা হচ্ছে। তবে এখানে আমাদের সমাজের সবচেয়ে দরিদ্র পরিবারকে চিহ্নিত করতে একটি সমীক্ষা সম্পন্ন হয়েছে। এই সমীক্ষার অংশ হিসেবে পরবর্তী পদক্ষেপ করা হবে।” এলডিএফ সরকারের প্রথম বার্ষিকী উদযাপনে বক্তৃতা দিতে গিয়ে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ফের সাফ জানিয়ে দেন, এই রাজ্য নাগরিকত্ব (সংশোধনী) আইন প্রয়োগ করবে না। “রাজ্য সরকার দৃঢ় অবস্থান নিয়েছে যে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব নির্ধারণ করা হবে না,” বলেন পিনারাই বিজয়ন।
advertisement
গত মাসে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শিলিগুড়িতে এসে জানান, COVID-19 মহামারী শেষ হয়ে গেলেই নাগরিকত্ব আইনটি কার্যকরী করা হবে। শিলিগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “কোভিড-১৯ ঢেউ যে মুহূর্তে শেষ হবে আমরা নাগরিকত্ব (সংশোধনী) আইন (CAA) প্রয়োগ করব।”
advertisement
নাগরিকত্ব (সংশোধনী) আইন, ২০১৯ ভারতের সংসদে ১১ ডিসেম্বর, ২০১৯-এ পাস হয়েছিল, কিন্তু এখনও তা কার্যকর করা হয়নি। এই আইনের লক্ষ্য হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যদের যারা আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তানে নিপীড়নের সম্মুখীন হয়েছে, তাদের নাগরিকত্ব প্রদান করা।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Kerala will not implement CAA says CM Pinarayi Vijayan: "কেরলে কখনই লাগু হবে না নাগরিকত্ব সংশোধনী আইন": মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন
Next Article
advertisement
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্ক করল নবান্ন
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্কতা
  • মুখ্য সচিব পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তার গুণমান বজায় রাখতে কড়া নির্দেশ দিয়েছেন.

  • ৯০০০ কিমি নতুন গ্রামীণ রাস্তা নির্মাণে বিশেষ নজর দেবে রাজ্য প্রশাসন.

  • জেলা ও রাজ্য স্তর থেকে বিশেষ টিম রাস্তাগুলির মান যাচাই করবে বলে নির্দেশ জারি হয়েছে.

VIEW MORE
advertisement
advertisement