#নয়াদিল্লি: দেশজুড়ে চলছে নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভ-আন্দোলন ৷ একইসঙ্গে বিজেপি শীর্ষ নেতা থেকে রাজ্য নেতারা এই আইনের সমর্থনে প্রাণপণ প্রচারে ব্যস্ত ৷ তারই মাঝে নাগরিকত্ব আইন নিয়ে সামনে এল নয়া শর্ত ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এক শীর্ষ আধিকারিক মঙ্গলবার জানিয়েছে, নাগরিকত্বের আবেদন জানাতে জমা দিতে হবে ধর্মের প্রমাণপত্র ৷নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে যে ধর্ম অন্যতম মুখ্য শর্ত তা আরও একবার স্পষ্ট স্বরাষ্ট্র মন্ত্রকের ওই আধিকারিকের বক্তব্য থেকে ৷ তিন দেশ থেকে আসা অমুসলিম নাগরিকরা ভারতের নাগরিকত্বের জন্য আর্জি জানালে তাদের ধর্মের প্রমাণ পত্রেরও সঙ্গে সঙ্গে এও প্রমাণ করতে দবে যে তারা ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগেই ভারতে এসেছেন ৷সংসদে শীঘ্রই শুরু হতে চলেছে বাজেট অধিবেশন ৷ শেষ অধিবেশনেই পাশ হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল ৷ ওই বিলে বলা হয়, ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে যেসব অমুসলিম মানুষেরা অর্থাৎ হিন্দু, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন এবং পার্সি সম্প্রদায়ভুক্ত বাংলাদেশ ও আফগানিস্থান থেকে ভারতে এসে আশ্রয় নিয়েছেন, তাঁদের নাগরিকত্ব দেবে সরকার। তখনই মুসলিম সম্প্রদায়ের মানুষদের বাদ দেওয়া নিয়ে প্রতিবাদ উঠে সমাজের বিভিন্ন স্তর থেকে ৷ সিএএ আইনের বিরোধীদের মূল দাবি, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের পরিপন্থী, সংবিধান বিরুদ্ধ এই নাগরিকত্ব আইন ৷একইসঙ্গে প্রশ্ন ওঠে কেউ যদি নিজের ধর্মীয় পরিচয় লুকিয়ে আবেদন করে , তাহলে কী হবে? সেই নিয়ে নাগরিকত্ব আইনের শর্ত স্পষ্ট করতেই এদিন স্বরাষ্ট্রমন্ত্রক জানায়, নাগরিকত্বের আবেদনপত্রের সঙ্গেই জমা দিতে হবে ধর্মের প্রমাণপত্র ৷অসমের ক্ষেত্রে নাগরিকত্বের আবেদনের জন্য বিশেষ শর্ত চাপিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক ৷ এদিন মন্ত্রক জানিয়েছে, অসমে থাকা শরণার্থীদের কাছে আবেদনের জন্য সময় রয়েছে মাত্র ৩ মাস ৷ তার মধ্যে আবেদন না করা হলে মিলবে না নাগরিকত্ব ৷
Published by:Elina Datta
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।