Priyanka Gandhi Vadra: অভিষেকেই ছাপিয়ে গেলেন দাদা রাহুলকেও! ওয়েনাডে ৪ লক্ষ ভোটে জয়ী প্রিয়াঙ্কা গান্ধি
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Bypoll Election Results 2024: প্রথমবার ভোটের ময়দানে পা রেখেই জয় জয়কার। কেরলের ওয়েনাড থেকে বিপুল ভোটে জয়ী প্রিয়াঙ্কার গান্ধি। প্রায় ৪ লক্ষ ভোটে লোকসভা উপনির্বাচনে জয়ী হলেন প্রিয়াঙ্কা গান্ধি।
ওয়েনাড: প্রথমবার ভোটের ময়দানে পা রেখেই জয় জয়কার। কেরলের ওয়েনাড থেকে বিপুল ভোটে জয়ী প্রিয়াঙ্কার গান্ধি। প্রায় ৪ লক্ষ ভোটে লোকসভা উপনির্বাচনে জয়ী হলেন প্রিয়াঙ্কা। এর আগে এই ওয়েনাড থেকেই ৩.৬৫ লক্ষ ভোটে জিতেছিলেন রাহুল গান্ধি। সেইসংখ্যাকেও টপকে গেলেন প্রিয়াঙ্কা।
প্রায় ৬ মাস আগে এই কেন্দ্রেই লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন রাহুল গান্ধি। সেইসঙ্গে তিনি উত্তরপ্রদেশের রায়বেরিলিতেও জয়লাভ করেছিলেন। রায়বরেলি রেখে ওয়েনাড় বোন প্রিয়ঙ্কাকে ছেড়ে দেন তিনি। সেখানেই এবার উপনির্বাচনের ফলাফলে বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন তিনি। এই প্রথমবার ভোটে প্রার্থী হলেন প্রিয়াঙ্কা গান্ধি। অভিষেকেই জয়ের হাসি হাসলেন রাহুল গান্ধির বোন প্রিয়াঙ্কা।
advertisement
আরও পড়ুন: ভিটামিন সি-র খনি! শীত পড়তেই দেদার খাচ্ছেন কমলালেবু? খুব সাবধান, উপকারী ফল থেকে দূরে থাকবেন কারা?
advertisement
মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের আজই ফলাফল। সেইসঙ্গে পশ্চিমবঙ্গ-সহ আরও ১৫ টি রাজ্যের বিধানসভা এবং দুটি লোকসভা আসনের আজ ভোট গণনা। দুটি লোকসভা আসনের মধ্যে একটি হল কেরলের ওয়েনাড। এখানেই প্রার্থী কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 23, 2024 4:45 PM IST