By poll results 2024: এনডিএ-২, ইন্ডিয়া-১০! সাত রাজ্যে উপনির্বাচনে একপেশে দাপট বিরোধীদের, ধাক্কা বিজেপির

Last Updated:

পশ্চিমবঙ্গ বাদে যে রাজ্যগুলিতে উপনির্বাচন ছিল তার মধ্যে রয়েছে পঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, মধ্যপ্রদেশ এবং তামিলনাড়ু৷

উপনির্বাচনে বড় জয় বিরোধীদের৷
উপনির্বাচনে বড় জয় বিরোধীদের৷
নয়াদিল্লি: লোকসভা নির্বাচনেই বিজেপির নেতৃত্বাধীন এনডিএ-কে প্রবল লড়াইয়ের মুখে ফেলে দিয়েছিল ইন্ডিয়া জোট৷ লোকসভা নির্বাচনের এক মাস পেরোতে না পেরোতেই ফের এনডিএ-কে বড় ধাক্কা দিল ইন্ডিয়া জোট৷ ৭ রাজ্যের ১৩টি বিধানসভার উপনির্বাচনের মধ্যে ১০টি আসনেই  জিতল বিরোধীরা৷ মাত্র দুটি আসনে জয় পেয়েছে বিজেপি৷ বিহারে বিজেপির সঙ্গে জোট বেঁধে লড়েও নির্দল প্রার্থীর কাছে হেরেছেন নীতীশের জেডিইউ প্রার্থী৷
যে রাজ্যগুলিতে উপনির্বাচন ছিল, তার মধ্যে পশ্চিমবঙ্গে চারটি আসনই দখল করেছে তৃণমূল৷ পশ্চিমবঙ্গেই নিজেদের দখলে থাকা তিনটি আসন হাতছাড়া হয়েছে বিজেপির৷
advertisement
পশ্চিমবঙ্গ বাদে যে রাজ্যগুলিতে উপনির্বাচন ছিল তার মধ্যে রয়েছে পঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, মধ্যপ্রদেশ এবং তামিলনাড়ু৷ এর মধ্যে পঞ্জাবের জলন্ধর পশ্চিম কেন্দ্রে জয় পেয়েছে আম আদমি পার্টি৷ হিমাচল প্রদেশের তিন আসনে উপনির্বাচনের ফল ঘোষণা হয়েছে আজ৷ তার মধ্যে একটিতে জিতেছে কংগ্রেস৷ বাকি দুই আসনের মধ্যে একটি করে আসনে জয় পেয়েছে বিজেপি এবং কংগ্রেস৷ হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর স্ত্রী কমলেশ ঠাকুর ডেহরা কেন্দ্র থেকে জয় পেয়েছেন৷
advertisement
এর পাশাপাশি উত্তরাখণ্ডের দুটি বিধানসভা আসন বদ্রীনাথ এবং মংগলৌরে উপনির্বাচন হয়েছিল৷ দুটি আসনই দখল করেছে কংগ্রেস৷ মধ্যপ্রদেশের অমরওয়ার কেন্দ্রে জয় পেয়েছে বিজেপি৷ তামিলনাড়ুর বিকরাভান্ডি বিধানসভায় জয় পেয়েছে শাসক দল ডিএমকে৷ বিহারের রুপাওলি কেন্দ্রে জেডিইউ এবং আরজেডি প্রার্থীদের হারিয়ে জিতেছেন নির্দল প্রার্থী৷
বাংলা খবর/ খবর/দেশ/
By poll results 2024: এনডিএ-২, ইন্ডিয়া-১০! সাত রাজ্যে উপনির্বাচনে একপেশে দাপট বিরোধীদের, ধাক্কা বিজেপির
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement