আজ ৪টি লোকসভা ও ১০টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে ফল ঘোষণা

Last Updated:

পঞ্চায়েত ভোটের পর উপনির্বাচন। আজ ফল ঘোষণা হতে চলেছে মহেশতলা বিধানসভা কেন্দ্রের। কেন্দ্রটিতে ত্রিমুখী লড়াই।

#মহেশতলা: পঞ্চায়েত ভোটের পর উপনির্বাচন। আজ ফল ঘোষণা হতে চলেছে মহেশতলা বিধানসভা কেন্দ্রের। কেন্দ্রটিতে ত্রিমুখী লড়াই। তৃণমূল কংগ্রেসের বিধায়ক কস্তুরী দাসের মৃত্যুতে ওই আসনটি খালি হয়। সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী কস্তুরী দাসের স্বামী তথা মহেশতলা পুরসভার চেয়ারম্যান দুলাল দাস। বিজেপি প্রার্থী সুজিত ঘোষ ও বামপ্রার্থী প্রভাত চৌধুরী। ওই কেন্দ্র ধরে রাখার লড়াইয়ে জোড়াফুল শিবির।
পাশাপাশি, পঞ্চায়েত ভোটের মতো ওই কেন্দ্রে দ্বিতীয় স্থান দখলের টার্গেট বিজেপিরও। ওই কেন্দ্রে ভোট পড়ে ৭০.১ শতাংশ। আজ ফল ঘোষণা হতে চলেছে উত্তরপ্রদেশের কৈরানা লোকসভা ও নুরপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের। ফল বেরোবে মহারাষ্ট্রের পালগড়, ভান্ডারা-গোন্ডিয়া লোকসভা কেন্দ্রেরও। প্রত্যেকটি এলাকাতেই ভোটের সময় ইভিএম বিভ্রাট নিয়ে বিতর্ক দেখা দেয়।
advertisement
advertisement
কর্নাটকে ধাক্কার পর, ২০১৯-এর আগে আজ উত্তরপ্রদেশের কৈরানায় বিজেপির প্রেসটিজ ফাইট। আজ ১০ রাজ্যের ৪টি লোকসভা কেন্দ্র ও ১০টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা । নজরে উত্তর প্রদেশের কৈরানা লোকসভা কেন্দ্র ও নূরপুর বিধানসভা কেন্দ্র। বিজেপির সামনে এসপি-বিএসপি-আরএলডি জোটের চ্যালেঞ্জ।এর আগে উত্তরপ্রদেশের ফুলপুর ও গোরক্ষপুর কেন্দ্র দুটি বিজেপির হাত থেকে ছিনিয়ে নেয় এসপি-বিএসপি জোট। এই সেই বিরোধী জোটে সামিল অজিত সিংয়ের দল আরএলডি। কৈরানার আরএলডি প্রার্থী তবসুম হাসান। ২০১৪-য় কৈরানা লোকসভা কেন্দ্রে ৫০ শতাংশেরও বেশি ভোট পেয়ে জিতেছিলেন বিজেপি প্রার্থী হুকুম সিং। তাঁর মৃত্যুতে এখানে উপনির্বাচন চলছে।বিজেপির টিকিটে দাঁড়িয়েছেন হুকুম সিংয়ের মেয়ে মৃগঙ্কা সিং।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
আজ ৪টি লোকসভা ও ১০টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে ফল ঘোষণা
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement