জোড়া সুখবর ! চলতি বছরেই বাড়তে পারে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন

Last Updated:

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য জোড়া সুখবর ৷ ২০১৯ এর শুরুতেই কার্যকর হতে চলেছে ষষ্ঠ বেতন কমিশন।

#কলকাতা: রাজ্য সরকারি কর্মচারীদের জন্য জোড়া সুখবর ৷ ২০১৯ এর শুরুতেই কার্যকর হতে চলেছে ষষ্ঠ বেতন কমিশন। শুনানির কাজ প্রায় শেষ পর্যায়ে। নভেম্বরের মধ্যেই রিপোর্ট জমা পড়ার সম্ভাবনা। তারপরই বেতন বৃদ্ধি নিয়ে সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী।
রাজ্য সরকারী কর্মীদের বেতন বৃদ্ধির ইঙ্গিত অবশ্য ইতিমধ্যেই স্পষ্ট হয়েছে।
advertisement
২০১৫ সালের নভেম্বরে গঠিত হয়েছিল ষষ্ঠ বেতন কমিশন। চলতি বছরের ২৭ নভেম্বর কমিশনের মেয়াদ শেষ।
advertisement
রাজ্যের ৪১১ টি কর্মী সংগঠনের শুনানি শেষ
বিভিন্ন কর্পোরেশন বোর্ডের শুনানিও হয়েছে
রাজ্য সরকারের বিভিন্ন দফতর ধরে শুনানি চলছে
পুজোর আগেই তা শেষ হবে বলে মনে করা হচ্ছে
এবারই প্রথম দফতর ধরে তথ্য নিয়েছে কমিশন
আধিকারিকদের মধ্যেও কথা বলেছে কমিশন
advertisement
পৃথকভাবে দাবিদাওয়া নিয়ে কমিশনে জমা পড়েছে ৫২৮টি হলফনামা
এগুলি নিয়ে শুনানির ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি কমিশন
আপাতত যা পরিস্থিতি, তাতে সময়সীমার আগেই রিপোর্ট পেশ করতে চলেছে অভিরূপ সরকারের নেতৃত্বাধীন কমিটি।
বেতন কমিশনের ডিএ নিয়েও সুখবর পেতে পারেন রাজ্য সরকারি কর্মীরা।
এই মুহূর্তে কেন্দ্রের সঙ্গে ডিএ-র ফারাক ৪২ শতাংশ
advertisement
গত বছরের সেপ্টেম্বর মাসে একপ্রস্থ ডিএ বৃদ্ধির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী
এবারও পুজোর আগে ডিএ বৃদ্ধির আশায় রাজ্য সরকারি কর্মচারীরা
বাংলা খবর/ খবর/কলকাতা/
জোড়া সুখবর ! চলতি বছরেই বাড়তে পারে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement