#কলকাতা: রাজ্য সরকারি কর্মচারীদের জন্য জোড়া সুখবর ৷ ২০১৯ এর শুরুতেই কার্যকর হতে চলেছে ষষ্ঠ বেতন কমিশন। শুনানির কাজ প্রায় শেষ পর্যায়ে। নভেম্বরের মধ্যেই রিপোর্ট জমা পড়ার সম্ভাবনা। তারপরই বেতন বৃদ্ধি নিয়ে সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: আজ ও আগামিকাল দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট, বন্ধ ২ লক্ষ ২৫ হাজার এটিএম
রাজ্য সরকারী কর্মীদের বেতন বৃদ্ধির ইঙ্গিত অবশ্য ইতিমধ্যেই স্পষ্ট হয়েছে।
আরও পড়ুন: সরকারি কর্মচারীদের জন্য সুখবর, ২০১৯-এর শুরুতেই রাজ্যে ষষ্ঠ পে কমিশন কার্যকর হওয়ার সম্ভাবনা
২০১৫ সালের নভেম্বরে গঠিত হয়েছিল ষষ্ঠ বেতন কমিশন। চলতি বছরের ২৭ নভেম্বর কমিশনের মেয়াদ শেষ। রাজ্যের ৪১১ টি কর্মী সংগঠনের শুনানি শেষ বিভিন্ন কর্পোরেশন বোর্ডের শুনানিও হয়েছে রাজ্য সরকারের বিভিন্ন দফতর ধরে শুনানি চলছে পুজোর আগেই তা শেষ হবে বলে মনে করা হচ্ছে এবারই প্রথম দফতর ধরে তথ্য নিয়েছে কমিশন আধিকারিকদের মধ্যেও কথা বলেছে কমিশন পৃথকভাবে দাবিদাওয়া নিয়ে কমিশনে জমা পড়েছে ৫২৮টি হলফনামা এগুলি নিয়ে শুনানির ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি কমিশন আপাতত যা পরিস্থিতি, তাতে সময়সীমার আগেই রিপোর্ট পেশ করতে চলেছে অভিরূপ সরকারের নেতৃত্বাধীন কমিটি। বেতন কমিশনের ডিএ নিয়েও সুখবর পেতে পারেন রাজ্য সরকারি কর্মীরা। এই মুহূর্তে কেন্দ্রের সঙ্গে ডিএ-র ফারাক ৪২ শতাংশ গত বছরের সেপ্টেম্বর মাসে একপ্রস্থ ডিএ বৃদ্ধির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী এবারও পুজোর আগে ডিএ বৃদ্ধির আশায় রাজ্য সরকারি কর্মচারীরা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: DA, Government Employee, Salary, Sixth Pay Commission