দলীয় কর্মীর মৃত্যুর প্রতিবাদ, বিজেপির ডাকা বনধে সুনসান বলরামপুর

Last Updated:

বিজেপি কর্মীর মৃত্যুর প্রতিবাদে বনধ ডাকা হল পুরুলিয়ার বলরামপুরে ৷ বনধের জেরে আজ সকাল থেকেই সুনসান গোটা এলাকা ৷ চলছে না যানবাহন ৷ বন্ধ রয়েছে সমস্ত দোকানপাট ৷

#পুরুলিয়া: বিজেপি কর্মীর মৃত্যুর প্রতিবাদে বনধ ডাকা হল পুরুলিয়ার বলরামপুরে ৷ বনধের জেরে আজ সকাল থেকেই সুনসান গোটা এলাকা ৷ চলছে না যানবাহন ৷ বন্ধ রয়েছে সমস্ত দোকানপাট ৷
গতকাল সকালে নিখোঁজ বিজেপি কর্মীর দেহ উদ্ধারের পর থেকেই থমথমে বলরামপুর ৷ মঙ্গলবার রাত থেকে নিখোঁজ থাকার পর বুধবার সকালে এলাকার একটি গাছ থেকে উদ্ধার হয় ১৮ বছরের তরুণ কর্মী ত্রিলোচন মাহাতোর দেহ ৷ মৃতদেহের জামায় লেখা হুমকি বার্তা এবং দেহের পাশ থেকে কাগজে লেখা একটি হুমকি নোটও উদ্ধার হয় ৷ সেখানে লেখা ছিল, ‘‘এমনটা ঘটল কারণ ১৮ বছর বয়সে বিজেপি-র হয়ে রাজনীতিতে যোগ দেওয়ার জন্য ৷ ভোটের সময় থেকেই তোকে মারার চেষ্টা করছিলাম আমরা ৷ আজ তুই শেষ ৷’’
advertisement
Photo Courtesy: Amit Shah/ Twitter Handle Photo Courtesy: Amit Shah/ Twitter Handle
advertisement
বিজেপির অভিযোগ, ভোটে ভাল ফল করতে না পারার রোষেই বিজেপি কর্মীকে নৃসংশভাবে খুন করেছে তৃণমূল ৷ যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে শাসক দল ৷ এই ঘটনার সঙ্গে তাঁদের কোনও সম্পর্ক নেই বলেও দাবি করেছে তৃণমূল ৷
advertisement
এই ঘটনার তীব্র নিন্দা করেছেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ৷ রাজ্যের শাসক দলকে আক্রমণ করে এদিন তিনি টুইট করেন, ‘‘ সন্ত্রাসে কমিউনিস্ট জমানাকে ছাপিয়ে গিয়েছে তৃণমূল ৷ রাষ্ট্রীয় সন্ত্রাসের বলি ত্রিলোচন মাহাতোর পরিবারের পাশে বিজেপি ৷ এই ক্ষতিতে বিজেপি শোকাহত ৷ ত্রিলোচনের আত্মত্যাগ বৃথা যাবে না ৷ মতাদর্শে আলাদা, তাই খুন করা হল ত্রিলোচনকে ৷ ’’
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দলীয় কর্মীর মৃত্যুর প্রতিবাদ, বিজেপির ডাকা বনধে সুনসান বলরামপুর
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement