উল্টে গেল বাস, মায়ের কোল থেকে ছিটকে পড়ে মৃত্যু ১৭ মাসের মেয়ের! আহত ২৮ জন
- Published by:Tias Banerjee
Last Updated:
Bus Accident: বড়বানি জেলায় বাস দুর্ঘটনায় ১৭ মাসের শিশুর মৃত্যু ও ২৮ জন আহত। এই মর্মান্তিক দুর্ঘটনা আবারও শ্রমিকদের দুর্দশার বাস্তব চিত্র তুলে ধরল, যারা জীবিকার সন্ধানে দুর্ভোগ পোহাতে বাধ্য হন। শিশুটির করুণ মৃত্যু এবং আহতদের দুর্ভোগ কয়েকটি পরিবারকে গভীর শোকে ভাসিয়ে দিয়েছে।
বড়বানি: বাস দুর্ঘটনায় মায়ের কোল থেকে চিটকে গেল ১৭ মাসের শিশুকন্যা! চোখের সামনে সে মারা যায়। কী ঘটেছিল? সূত্রের খবর, শ্রমিকরা কাজের খোঁজে গুজরাত যাচ্ছিলেন। ছুটে চলেছিল বাস। হঠাৎই ভয়ঙ্কর ঘটনা! জুনাঝিরা এবং কালা ক্ষেতের মাঝামাঝি পথেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। বড়বানির পুলিশ সুপার জগদীশ ডাবর জানিয়েছেন, দুর্ঘটনার সময় ১৭ মাসের শিশুটি মায়ের কোল থেকে ছিটকে পড়ে যায়, এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আহত ২৮ জন বাসযাত্রীকে দ্রুত সিলাওয়াদ সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে বড়বানি জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মধ্যপ্রদেশের বড়বানি জেলায় এমনই এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। সিলাওয়াদ থানার অন্তর্গত এলাকায় শ্রমিক বোঝাই একটি বাস উল্টে যায়। এই দুর্ঘটনায় ১৭ মাসের এক শিশুকন্যার মৃত্যু হয়েছে এবং ২৮ জন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, বাসটি ভাড়ায় নেওয়া হয়েছিল। এখন বাসের কাগজপত্র পরীক্ষা করা হচ্ছে।
advertisement
advertisement
রাজ্যসভার সাংসদ ডঃ সুমের সিং সোলঙ্কি দুর্ঘটনাস্থলে পৌঁছে যান এবং আহতদের সহায়তার নির্দেশ দেন। তিনি সিলাওয়াদ সরকারি হাসপাতালে গিয়েও চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেন।
সিলাওয়াদ থানার ইনচার্জ বীর সিং চৌহান জানিয়েছেন, বাসটি ধীরগতিতে চলছিল, যা আরও বড় বিপর্যয় এড়াতে সাহায্য করেছে। তবে তদন্তের মাধ্যমে জানা যাবে, চালক নেশাগ্রস্ত ছিল কি না বা অন্য কেউ গাড়ি চালাচ্ছিল কি না।
advertisement
বড়বানির কালেক্টর গুঞ্চা সনোবর জেলা হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন। এই দুর্ঘটনা শ্রমিকদের দুর্দশা এবং জীবিকার সন্ধানে তাদের বিপদের চিত্র ফুটিয়ে তুলেছে। এক শিশুর মৃত্যু এবং বহু মানুষের আহত হওয়ার ফলে কয়েকটি পরিবার গভীর শোকে ডুবে গেছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
March 15, 2025 8:09 AM IST