পার্টি ফান্ডের অনুদানে জেটলির নয়া নিয়ম, রাজনৈতিক দলগুলির হিসাব দেখে চক্ষু চড়কগাছ !
Last Updated:
রাজনৈতিক দলগুলির অজানা সোর্স থেকে পাওয়া অনুদানের বহর দেখলে চক্ষু চড়কগাছ হতে বাধ্য ৷
#নয়াদিল্লি: রাজনৈতিক দলগুলির অজানা সোর্স থেকে পাওয়া অনুদানের বহর দেখলে চক্ষু চড়কগাছ হতে বাধ্য ৷ বুধবার বাজেট অধিবেশনে রাজনৈতিক দলের অনুদানের ওপর কড়া নজর দিয়েছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি ৷ ২০০০ টাকার বেশি অঙ্কের নগদ অনুদানের হিসেব নেবে রিজার্ভ ব্যাঙ্ক ৷
এই পরিস্থিতিতে একবার নজর বুলিয়ে নেওয়া যাক ভারতের জাতীয় রাজনৈতিক দলগুলির সংগৃহীত অনুদানের উপর ৷
২০১৪-১৫ সালে ৬টি জাতীয় পার্টির দেওয়া হিসেব অনুযায়ী অজানা ব্যক্তি বা সংগঠনের থেকে পাওয়া মোট অনুদানের পরিমাণ ১,৮৬৯.১১ কোটি টাকা ৷ এই ছয়টি পার্টি হল বিজেপি, কংগ্রেস, বহুজন সমাজবাদী পার্টি, এনসিপি, সিপিএম এবং সিপিআই ৷ গোটা দেশ থেকে ২০১৪-১৫ সালে পার্টি ফান্ডে জমা পড়েছে এই বিপুল পরিমাণ অর্থ ৷ এর মধ্যে মোট অনুদানের ৫১ শতাংশ অর্থাৎ ৬৪৮.৬৬ কোটি টাকার দাতাদের কোনও পরিচয়ই নথিভুক্ত নেই ৷
advertisement
advertisement
জাতীয় পার্টিগুলির সদস্য-নেতারাই জানাচ্ছেন, পার্টি ফান্ডের মোট অনুদানের ৪৯ শতাংশ স্বেচ্ছা অনুদানের অঙ্ক ২০ হাজার টাকার উপরে ৷ অর্থাৎ অনুদানকারীদের প্রায় অর্ধেক চাঁদা ২০০০ তো অনেক দূরের কথা, ২০ হাজারের কম অঙ্কে জমা পড়ে না ৷
বহুজন সমাজবাদী পার্টির দাবি, তারা ২০ হাজারের বেশি টাকার অনুদান বা চাঁদা কখনই পান না ৷ দাবির সত্যতা যাচাই করা সম্ভবপর নয়, কারণ পার্টির অনুদানের বিস্তারিত তথ্য কোথাও নথিভুক্ত নয় ৷
advertisement
অন্যদিকে, চাঁদা থেকে সবচেয়ে বেশি আয় যাদের সেই বিজেপি দাবি অনুদানকারীদের কোনও তথ্যই তাদের কাছে নেই ৷ অথচ, ২০ হাজার টাকার বেশি অঙ্কের চাঁদা সবচেয়ে বেশি এই পার্টির ফান্ডেই জমা পড়েছে ৷ রিপোর্ট বলছে, পার্টির মোট চাঁদার ৫০ শতাংশ অর্থাৎ ৪৩৪.৬৭ টাকা এসেছে এমন উৎস বা ডোনারের থেকে, যাদের পরিচয় কোথাও নথিভুক্ত হয়নি ৷
advertisement
সিপিএম পার্টির মোট আয় ৫৯.২৭৫ কোটি টাকা ৷ এর মধ্যে ৬ শতাংশ অর্থাৎ ৪৩৪.৬৭ কোটি টাকার হিসেব রয়েছে ৷ অর্থাৎ কে বা কোন সংগঠন কত টাকা দিয়েছে তার তথ্য জমা দিয়েছে এই দল ৷
এমতাবস্থায় কালো টাকার লেনদেন কমাতে রাজনৈতিক দলগুলির ২০০০ টাকার বেশি অঙ্কের চাঁদা জমা পড়লেই হিসেব দেখানোর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী ৷ কিন্তু বর্তমানে ৬টি জাতীয় দলের আয় ও অনুদানের জমা করা হিসেব দেখলে অর্থমন্ত্রীর প্রস্তাবের বাস্তবায়ন নিয়ে প্রশ্ন ওঠে ৷
advertisement
জাতীয় দলের পার্টি ফান্ডে জমা পড়া অনুদানের বিস্তারিত হিসেব:-
বিজেপি
মোট আয় বা অনুদান- ৮৭২.০২ কোটি
২০ হাজারের বেশি অঙ্কের চাঁদার পরিমাণ- ৪৩৭.৩৫ কোটি
২০ হাজারের কম অঙ্কের অনুদানের পরিমাণ- ৪৩৪.৬৭ কোটি (৪৯.৮৪%)
কংগ্রেস
advertisement
মোট আয় বা অনুদান- ২০৭.০৪ কোটি
২০ হাজারের বেশি অঙ্কের চাঁদার পরিমাণ- ১৪১.৪৬ কোটি
২০ হাজারের কম অঙ্কের অনুদানের পরিমাণ- ৬৫.৫৮ কোটি (৩১.৬৭%)
বহুজন সমাজবাদী পার্টি
মোট আয় বা অনুদান- ৯২.৮০ কোটি
২০ হাজারের বেশি অঙ্কের চাঁদার পরিমাণ- একটাও নয়
advertisement
২০ হাজারের কম অঙ্কের অনুদানের পরিমাণ- ৬৫.৫৮ কোটি (১০০%)
এনসিপি
মোট আয় বা অনুদান- ৩৮.৮২ কোটি
২০ হাজারের বেশি অঙ্কের চাঁদার পরিমাণ- ৩৮.৮২
২০ হাজারের কম অঙ্কের অনুদানের পরিমাণ- একটাও নয়
সিপিএম
মোট আয় বা অনুদান- ৫৯.২৭৫ কোটি
২০ হাজারের বেশি অঙ্কের চাঁদার পরিমাণ- ৩.৪১৯ কোটি
২০ হাজারের কম অঙ্কের অনুদানের পরিমাণ- ৫৫.৮৫ কোটি (৯৪.২৩%)
বাজেট অধিবেশনে অরুণ জেটলি জানিয়েছেন, নগদ ২০০০ টাকার থেকে বেশি অনুদান নিলে, রাজনৈতিক দলকে হিসেব দিতে হবে ৷ শুধু তাই নয়, এই অনুদান রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্ট অনুসারে সংশোধন করা হবে ৷ রাজনৈতিক দলগুলোকে রেজিস্টার অফিসে এসে অনুদানের হিসেব দেখাতে হবে ৷ এই প্রসঙ্গে জেটলি বলেছেন রাজনৈতিক দলগুলোর অনুদানের ওপর নজর দেওয়া দরকার ৷
জেনে নিন রাজনীতিতে অনুদানের ৩ গুরুত্বপূর্ণ দিক
১) কোনও রাজনৈতিক দলই নগদে ২০০০ টাকার বেশি চাঁদা নিতে পারবে না ৷
২) রাজনৈতিক দলগুলোকে চাঁদা নেওয়ার সময় ডিজিটাল লেনদেন ও চেক ব্যবহার করতে হবে৷
৩) রাজনৈতিক দলগুলোকে রেজিস্টার অফিসে এসে অনুদানের হিসেব দেখাতে হবে ৷ এই প্রসঙ্গে জেটলি বলেছেন রাজনৈতিক দলগুলোর অনুদানের ওপর নজর দেওয়া দরকার ৷ রাজনৈতিক দলগুলিকে আয়কর রিটার্ন দিতে হবে ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 01, 2017 7:37 PM IST