#গাজিয়াবাদ: ভারতের মধ্যে কয়েকটি জায়গায় এখনও বিয়েতে বন্দুক থেকে গুলি চালানো হয়। অনেক জায়গায় সেটি একটি প্রথা হিসাবে প্রচলিত, আবার অনেকে নিজের দাবাং ব্যক্তিত্ব দেখানোর জন্য বন্দুক থেকে গুলি চালাতে চালাতে বিয়ের মণ্ডপে আসেন (bride and groom fires 4 round bullet) । সম্প্রতি বিয়ের মণ্ডপে বন্দুক থেকে গুলি চালানোর এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। সব সময় ছেলেরা বন্দুক চালালেও, সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে বরের সঙ্গে হাত মিলিয়ে নববধূ নিজের বিয়েতেই বন্দুক থেকে গুলি ছুড়ছেন। নিজেদের বিয়েতে সদ্যবিবাহিত দম্পতির এই বন্দুক থেকে গুলি মারার ভিডিও ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি।
সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে বরের সঙ্গে হাত মিলিয়ে নতুন বউ বিয়ের মণ্ডপ থেকেই বন্দুক দিয়ে আকাশের দিকে ফায়ারিং করছেন। জানা গিয়েছে যে এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গাজিয়াবাদে (Ghaziabad)। এই ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশ এই বিষয়ে তদন্ত করা শুরু করেছে। উত্তর প্রদেশের ঘণ্টাঘর কেতবালি ক্ষেত্রের সিও স্বতন্ত্র সিং জানিয়েছেন, "বিয়ে বাড়িতে ফায়ারিংয়ের ঘটনা সম্পর্কে জানা গিয়েছে। বলা হচ্ছে এই ভিডিওটি শুক্রবারের। ১০ সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে, নতুন দম্পতি বিয়ের স্টেজেই বন্দুক ধরে আকাশের দিকে ফায়ারিং করছেন। এই ঘটনাটির তদন্ত শুরু করা হয়েছে। সব কিছু খুঁটিয়ে দেখে পুলিশ এই বিষয়ে মামলা করবে।"
ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে, এক নববিবাহিত দম্পতি বিয়ের স্টেজে দাঁড়িয়ে রয়েছেন। এর মধ্যেই নতুন বর(bride and groom fires 4 round bullet) তাঁর হাত আকাশের দিকে তোলেন। এর পরেই সেই নতুন বউ তাঁর হাত দিয়ে নতুন বরের হাত ধরে। এর পরে তাঁরা দু'জনে একসঙ্গে বন্দুক দিয়ে আকাশের দিকে পর পর চারটি ফায়ারিং করেন। এই ভিডিওটি ভাইরাল হলেও নতুন বর এবং বউয়ের পরিচয় সকলকে জানানো হয়নি।
আরও পড়ুন: ক্যাটের জন্য মন খারাপ সলমনের ! কোলে বাচ্চা নিয়ে বিয়ের প্রস্তাব দিলেন এই নায়িকা ! ভাইরাল ভিডিও
ভারতে এখন চলছে বিয়ের মরসুম(bride and groom fires 4 round bullet)। বিয়ের মধ্যে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের কাণ্ডকারখানা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হচ্ছে। অনেকে আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্য নিজেরাই বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করছেন। কিন্তু এমন একটি দাবাং ভিডিও দেখে সকলেই অবাক। নতুন বরের হাতে হাত মিলিয়ে বন্দুক থেকে ফায়ারিং করছেন নতুন বউ- ঘটনা সকলকেই বেশ অবাক করেছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ghaziabad, Viral Video, Wedding