Eknath Shinde wins trust vote: স্বস্তিতে শিবসেনা বিদ্রোহীরা, মহারাষ্ট্রে আস্থা ভোটে জয়ী মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে!
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Maharashtra Trust Vote Results: শিবসেনাকে দ্বিখণ্ডিত করে এবং উদ্ধব ঠাকরে সরকারের পতন ঘটিয়ে প্রায় দুই সপ্তাহের রাজনৈতিক টানাপোড়েনের পর অবশেষে অচলাবস্থায় দাঁড়ি টানলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে।
#মুম্বই: আস্থা ভোটে জয় লাভ করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে! ভোটে জিতে সোমবার বিধানসভায় তাঁর সরকারের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করলেন শিন্ডে। শিবসেনাকে দ্বিখণ্ডিত করে এবং উদ্ধব ঠাকরে সরকারের পতন ঘটিয়ে প্রায় দুই সপ্তাহের রাজনৈতিক টানাপোড়েনের পর অবশেষে মহারাষ্ট্রের রাজনৈতিক অচলাবস্থায় দাঁড়ি টানলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে।
গতকালই মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের শিবিরের পছন্দের স্পিকার জয়ী হন। বিজেপির বিধায়ক রাহুল নারভেকার সহজেই সংখ্যাগরিষ্ঠতা পেয়ে মহারাষ্ট্র বিধানসভার স্পিকার নির্বাচিত হন ১৬৪ টি ভোটে জিতে। আর সোমবারই জয়ের স্বাদে ফের ডুবলেন শিবসেনার বিদ্রোহী নেতা একনাথ শিন্ডে! গত বৃহস্পতিবার সন্ধ্যায় একনাথ শিন্ডে মহারাষ্ট্রের বিংশতম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন এবং দেবেন্দ্র ফড়নবীস উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন।
advertisement
advertisement
শুক্রবার, শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে "’দলবিরোধী কার্যকলাপে’ জড়িত থাকার দলীয় নেতার পদ থেকে একনাথ শিন্ডেকে সরিয়ে দিয়েছেন। শিন্ডে গোষ্ঠী অবশ্য জানিয়েছে এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করবেন তাঁরা কারণ তাঁরাই এখন ‘আসল’ সেনা।
প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চাভান এবং বর্ষীয়ান কংগ্রেস নেতা বিজয় ওয়াদেত্তিভার অবশ্য এদিন ভোট দেননি, যা ঘিরে স্বাভাবিকভাবেই জল্পনা ছড়িয়েছে। উদ্ধব ঠাকরের বিধায়ক সন্তোষ বাঙ্গার আস্থা ভোটের কয়েক মিনিট আগেই একনাথ শিন্ডের শিবিরে যোগ দেন। যার ফলে শিন্ডে শিবিরে এখন মোট ৪০ জন শিবসেনা বিধায়ক রয়েছেন।
advertisement
স্পিকার রাহুল নারভেকার গতরাতেই একনাথ শিন্ডেকে বিধানসভায় শিবসেনার দলের নেতা হিসাবে পুনর্বহাল করেছেন এবং ভরত গোগাওয়ালেকে শিবসেনার চিফ হুইপ হিসেবে নিয়োগের স্বীকৃতি দিয়েছেন।
গত ২০ জুন রাতে শুরু হয়েছিল একনাথ শিন্ডের বিদ্রোহ। উদ্ধব ঠাকরে গোষ্ঠীর বিধায়ক সংখ্যা কমিয়ে কমিয়ে এমন পরিস্থিতি হয় যে প্রায় প্রতিদিনই নতুন মুখকে বিদ্রোহী শিবিরে যোগ দিতে দেখা যায়।
advertisement
বুধবার যখন সুপ্রিম কোর্ট জানায় যে রাজ্যপালের নির্দেশ অনুসারে উদ্ধব ঠাকরেকে সরকারের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে, তারপরেই শীর্ষ পদ থেকে পদত্যাগ করেন উদ্ধব। তার ঠিক একদিন পরেই বিজেপির দেবেন্দ্র ফড়নবীসের বদলে একনাথ শিন্ডেকেই মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস বিজেপির চাপের মুখে একনাথ শিন্ডের উপমুখ্যমন্ত্রী পদে যোগ দেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 04, 2022 11:34 AM IST