Bombay High Court: 'তীর্থে না নিয়ে গিয়ে বাবা-মাকে আদালতে টেনে আনছে সন্তান!' ছেলের আবেদন খারিজ করে মন্তব্য বম্বে হাইকোর্টের
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছে, এই মামলার আবেদনকারীকে নিজের বাবা-মায়ের যত্ন নিতে হবে এবং তাঁদের দেখাশোনা করতে হবে৷
তীর্থে না নিয়ে গিয়ে ছেলেমেয়েরা এখন বাবা-মায়েদের আদালতে টেনে আনছে৷ এতেই প্রমাণিত হয় যে সন্তানদের বড় করার ক্ষেত্রেই কোনও সমস্যা থেকে যাচ্ছে৷ নিজের প্রবীণ বাবা-মাকে বাড়িতে ঢোকা থেকে বিরত করতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ছেলে৷ ছেলের সেই আর্জি খারিজ করে দেওয়ার সময় রায় দিতে গিয়ে এমনই মন্তব্য করল বম্বে হাইকোর্ট৷
রায় দিতে গিয়ে বিচারপতি জিতেন্দ্র জৈন মন্তব্য করেন, ‘হিন্দু পুরাণের চরিত্র শ্রাবণ কুমারের মতো বৃদ্ধ বাবা-মাকে তীর্থে নিয়ে যাওয়া উচিত সন্তানদের৷ তা না করে উল্টে সেই বাবা-মাকেই শেষ জীবনে আদালতে টেনে আনছেন অনেক সন্তান৷’ আবেদনকারীর আর্জি ছিল, তাঁর বাবা মা যেন চিকিৎসার জন্য মুম্বইয়ে এলে গোরেগাঁওতে তাঁর বাড়িতে এসে থাকতে না পারেন৷ ২০১৮ সালে একটি নিম্ন আদালত ছেলের এই আর্জি খারিজ করে দেয়৷ নিম্ন আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন ছেলে৷ বৃহস্পতিবার ছেলের আর্জি খারিজ করে দিয়ে নিম্ন আদালতের সেই রায়কেই বহাল রাখে বম্বে হাইকোর্ট৷
advertisement
রায় দিতে গিয়ে আক্ষেপের সুরে বিচারপতি জৈন বলেন, ‘এই মামলাটিও সেরকমই দুর্ভাগ্যজনক পরিস্থিতির উদাহরণ যেখানে বৃদ্ধ বাবা-মায়ের যত্ন না নিয়ে তাঁদের বিরুদ্ধেই মামলা করছেন ছেলে৷’
advertisement
বিচারপতি জৈন বলেন, ‘আমাদের নৈতিকতার এতটাই অধঃপতন ঘটেছে যে আমরা শ্রাবণ কুমারের কথাও ভুলে যাচ্ছি৷ যিনি নিজের প্রবীণ বাবা-মাকে তীর্থে নিয়ে যাওয়ার জন্য নিজের জীবনও দিয়ে দিয়েছিলেন৷’ শ্রাবণ কুমারের কথা রামায়ণেও উল্লেখ করা হয়েছে৷ বাবা-মায়ের প্রতি কর্তব্যপরায়ণতার জন্যই এই হিন্দু পুরাণের এই চরিত্রটি বিখ্যাত৷
advertisement
বিচারপতি আরও বলেন, ‘আজকের দিনে ছেলেমেয়েদের বড় করার ক্ষেত্রে নিশ্চয়ই কোনও খামতি থেকে যাচ্ছে৷ তা না হলে এভাবে কেউ নিজের বৃদ্ধ বাবা-মাকে তীর্থে নিয়ে যাওয়ার বদলে আদালতে টেনে আনতে পারে না৷ বাবা-মায়ের যত্ন নেওয়া সন্তানের পবিত্র এবং নৈতিক কর্তব্য বলেও উল্লেখ করেন বিচারপতি৷ তিনি বলেন, বাবা-মাকে ভালবাসলে, তাঁদের যত্ন নিলে, সম্মান দিলে একটি বৃত্ত সম্পূর্ণ হয়৷ এটি শুধু বাবা-মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ নয়, ঈশ্বরের সেবা করার সমান৷ কিন্তু দুঃখের বিষয় হল বাস্তবে এর ঠিক উল্টোটাই ঘটছে৷ বাবা মা দশজন ছেলেমেয়েকেও যত্ন নিয়ে বড় করতে পারেন৷ কিন্তু দশজন ছেলেমেয়ে মিলে বাবা-মায়ের দায়িত্ব নিতে পারে না৷’
advertisement
আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছে, এই মামলার আবেদনকারীকে নিজের বাবা-মায়ের যত্ন নিতে হবে এবং তাঁদের দেখাশোনা করতে হবে৷ বর্তমানে ওই দম্পতি নিজেদের সেজ ছেলের সঙ্গে কোলহাপুরে থাকেন৷ কিন্তু জে জে হাসপাতালে চিকিৎসার জন্য প্রায়শই তাঁদের মুম্বইয়ে আসতে হয়৷
হাইকোর্ট নির্দেশ দিয়েছে, ওই প্রবীণ দম্পতি মুম্বই এসে পৌঁছলে আবেদনকারী এবং তাঁর স্ত্রীকে তাঁদের আনতে যেতে হবে৷ শুধু তাই নয়, নিজেদের বাড়িতে বাবা-মাকে নিয়ে এসে রাখতে হবে আবেদনকারী ওই ব্যক্তিকে৷ তাঁদের চিকিৎসা করাতেও নিয়ে যেতে হবে ছেলেকে৷ এই নির্দেশের অন্যথা হলে অথবা ওই প্রবীণ দম্পতির কোনও অসুবিধা হলে তা আদালত অবমাননার সমান হবে এবং ওই দম্পতির ছেলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেই সতর্ক করে দিয়েছে বম্বে হাইকোর্ট৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 15, 2025 3:34 PM IST

