দিল্লি-লখনউ শতাব্দী এক্সপ্রেসে বোমাতঙ্ক !
Last Updated:
রবিবাসরীয় সকালেই বোমাতঙ্ক দিল্লি-লখনউ শতাব্দী এক্সপ্রেসে ৷ এদিন সকালেই ট্রেনে নাশকতা চালানো হতে পারে, এমন হুমকি মেল পায় মুম্বই এটিএস ৷
#কলকাতা: রবিবাসরীয় সকালেই বোমাতঙ্ক দিল্লি-লখনউ শতাব্দী এক্সপ্রেসে ৷ এদিন সকালেই ট্রেনে নাশকতা চালানো হতে পারে, এমন হুমকি মেল পায় মুম্বই এটিএস ৷ এরপরই তৎপর করা হয় রেল বোর্ডকে ৷ দিল্লি ও কানপুরের মধ্যে কোনও জায়গায় বিস্ফোরণ ঘটানো হতে পারে বলে হুমকি পায় মুম্বই এটিএস ৷ খবর পেয়েই রেল পুলিশ তল্লাশিতে নামে ৷ গাজিয়াবাদ স্টেশনে শতাব্দী এক্সপ্রেস থামিয়ে রেখে তল্লাশি চালানো হয় ৷ যদিও সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি বলেই রেল সূত্রে জানানো হয়েছে ৷ রেলের এক সিনিয়র অফিসার জানান, ‘দিল্লি পুলিশের কাছে থেকে আজ ভোর ৬ টা ৩০ নাগাদ আমরা খবর পাই যে দিল্লি-লখনউ শতাব্দী এক্সপ্রেসে বিস্ফোরণ ঘটানোর সম্ভাবনা রয়েছে ৷ ট্রেনটি ৬ টা ১০ মিনিটে নয়াদিল্লি রেলস্টেশন থেকে ছাড়ে ৷ খবর পেয়েই ট্রেনটিকে গাজিয়াবাদ স্টেশনে থামিয়ে তল্লাশি চালানো হয় ৷ ’ পঞ্জাবের পাঠানকোটে শনিবার জঙ্গি হামলা ঘটার পর ইতিমধ্যেই রাজধানীতে হাই অ্যালার্ট জারি করা রয়েছে ৷ কিন্তু রবিবারের এই ঘটনায় ফের অস্বস্তি বাড়াটাই স্বাভাবিক ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 03, 2016 9:57 AM IST