দিল্লি-লখনউ শতাব্দী এক্সপ্রেসে বোমাতঙ্ক !

Last Updated:

রবিবাসরীয় সকালেই বোমাতঙ্ক দিল্লি-লখনউ শতাব্দী এক্সপ্রেসে ৷ এদিন সকালেই ট্রেনে নাশকতা চালানো হতে পারে, এমন হুমকি মেল পায় মুম্বই এটিএস ৷

#কলকাতা:  রবিবাসরীয় সকালেই বোমাতঙ্ক দিল্লি-লখনউ শতাব্দী এক্সপ্রেসে ৷ এদিন সকালেই ট্রেনে নাশকতা চালানো হতে পারে, এমন হুমকি মেল পায় মুম্বই এটিএস ৷ এরপরই তৎপর করা হয় রেল বোর্ডকে ৷ দিল্লি ও কানপুরের মধ্যে কোনও জায়গায় বিস্ফোরণ ঘটানো হতে পারে বলে হুমকি পায় মুম্বই এটিএস ৷ খবর পেয়েই রেল পুলিশ তল্লাশিতে নামে ৷ গাজিয়াবাদ স্টেশনে শতাব্দী এক্সপ্রেস থামিয়ে রেখে তল্লাশি চালানো হয় ৷ যদিও সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি  বলেই রেল সূত্রে জানানো হয়েছে ৷ রেলের এক সিনিয়র অফিসার জানান, ‘দিল্লি পুলিশের কাছে থেকে আজ ভোর ৬ টা ৩০ নাগাদ আমরা খবর পাই যে দিল্লি-লখনউ শতাব্দী এক্সপ্রেসে বিস্ফোরণ ঘটানোর সম্ভাবনা রয়েছে ৷ ট্রেনটি ৬ টা ১০ মিনিটে নয়াদিল্লি রেলস্টেশন থেকে ছাড়ে ৷ খবর পেয়েই ট্রেনটিকে গাজিয়াবাদ স্টেশনে থামিয়ে তল্লাশি চালানো হয় ৷ ’ পঞ্জাবের পাঠানকোটে শনিবার জঙ্গি হামলা ঘটার পর ইতিমধ্যেই রাজধানীতে হাই অ্যালার্ট জারি করা রয়েছে ৷ কিন্তু রবিবারের এই ঘটনায় ফের অস্বস্তি বাড়াটাই স্বাভাবিক ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
দিল্লি-লখনউ শতাব্দী এক্সপ্রেসে বোমাতঙ্ক !
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement