দিল্লি-লখনউ শতাব্দী এক্সপ্রেসে বোমাতঙ্ক !

Last Updated:

রবিবাসরীয় সকালেই বোমাতঙ্ক দিল্লি-লখনউ শতাব্দী এক্সপ্রেসে ৷ এদিন সকালেই ট্রেনে নাশকতা চালানো হতে পারে, এমন হুমকি মেল পায় মুম্বই এটিএস ৷

#কলকাতা:  রবিবাসরীয় সকালেই বোমাতঙ্ক দিল্লি-লখনউ শতাব্দী এক্সপ্রেসে ৷ এদিন সকালেই ট্রেনে নাশকতা চালানো হতে পারে, এমন হুমকি মেল পায় মুম্বই এটিএস ৷ এরপরই তৎপর করা হয় রেল বোর্ডকে ৷ দিল্লি ও কানপুরের মধ্যে কোনও জায়গায় বিস্ফোরণ ঘটানো হতে পারে বলে হুমকি পায় মুম্বই এটিএস ৷ খবর পেয়েই রেল পুলিশ তল্লাশিতে নামে ৷ গাজিয়াবাদ স্টেশনে শতাব্দী এক্সপ্রেস থামিয়ে রেখে তল্লাশি চালানো হয় ৷ যদিও সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি  বলেই রেল সূত্রে জানানো হয়েছে ৷ রেলের এক সিনিয়র অফিসার জানান, ‘দিল্লি পুলিশের কাছে থেকে আজ ভোর ৬ টা ৩০ নাগাদ আমরা খবর পাই যে দিল্লি-লখনউ শতাব্দী এক্সপ্রেসে বিস্ফোরণ ঘটানোর সম্ভাবনা রয়েছে ৷ ট্রেনটি ৬ টা ১০ মিনিটে নয়াদিল্লি রেলস্টেশন থেকে ছাড়ে ৷ খবর পেয়েই ট্রেনটিকে গাজিয়াবাদ স্টেশনে থামিয়ে তল্লাশি চালানো হয় ৷ ’ পঞ্জাবের পাঠানকোটে শনিবার জঙ্গি হামলা ঘটার পর ইতিমধ্যেই রাজধানীতে হাই অ্যালার্ট জারি করা রয়েছে ৷ কিন্তু রবিবারের এই ঘটনায় ফের অস্বস্তি বাড়াটাই স্বাভাবিক ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
দিল্লি-লখনউ শতাব্দী এক্সপ্রেসে বোমাতঙ্ক !
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement