হোম /খবর /দেশ /
রাজধানী এক্সপ্রেসে বোমাতঙ্ক! গুজব ছড়াল ট্রেন দেরিতে ক্ষুব্ধ ব্যক্তি

রাজধানী এক্সপ্রেসে বোমাতঙ্ক! গুজব ছড়াল ট্রেন দেরিতে ক্ষুব্ধ ব্যক্তি

বোমাতঙ্ক রাজধানী এক্সপ্রেসে৷ ফাইল চিত্র

বোমাতঙ্ক রাজধানী এক্সপ্রেসে৷ ফাইল চিত্র

শুক্রবার বিকেল ৪টে ১০ মিনিটে দিল্লি থেকে রওনা হয়েছিল ১২৪২৪ দিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস৷ কানপুর স্টেশনের কাছে ট্রেন পৌছতেই সঞ্জীব সিংহ গুর্জর নামক ব্যক্তি টুইটারে লেখেন,এই ট্রেনে পাঁচটি বোমা রয়েছে৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: বোমাতঙ্কে মাঝপথে থামল নয়াদিল্লি-ডিব্রুগড়গামী রাজধানী এক্সপ্রেস৷ শুক্রবার এক ব্যক্তি নিজের টুইট হ্যান্ডেলে লেখেন, ‘রাজধানীতে বোমা আছে৷’ টুইটটি সামনে আসতেই তৎপর হয় রেলমন্ত্রক৷ কানপুর সেন্ট্রাল স্টেশনের অদূরে্ ট্রেন থামিয়ে দেওয়া হয়৷ শুরু হয় তল্লাশি৷ কোনও বিপজ্জনক কিছু ট্রেনে পাওয়া যায়নি৷

শুক্রবার বিকেল ৪টে ১০ মিনিটে দিল্লি থেকে রওনা হয়েছিল ১২৪২৪ দিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস৷ কানপুর স্টেশনের কাছে ট্রেন পৌছতেই সঞ্জীব সিংহ গুর্জর নামক ব্যক্তি টুইটারে লেখেন,এই ট্রেনে পাঁচটি বোমা রয়েছে৷ টুইটটিতে তিনি রেলমন্ত্রী পীযুষ গয়াল, আইআরসিটিসি-কে ট্যাগও করেন৷ এর পরেই দাদরির কাছে ট্রেন দাঁড়িয়ে যায়৷আরপিএফ এবং জিআরপি-এর নিরাপত্তারক্ষীরা তল্লাশি শুরু করেন৷

কিছুক্ষণ পরে ওই যাত্রী আবার টুইট করে বলেন, মানসিক অবসাদের কারণে আমি এই টুইট করেন৷ আমার ভাইয়ের ট্রেন দেরি করায় আমি ক্ষুব্ধ হয়েছি৷ আমি সরকারের কাছে ক্ষমাপ্রার্থী৷

রেলমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ওই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে৷

Published by:file 18 user
First published:

Tags: Bomb Hoax, Rajdhani Express