মসজিদ নয়, অযোধ্যায় ৫ একর জমিতে আমাদের একটি স্কুল গড়ে দিন: সেলিম খান

Last Updated:

তাঁর কথায়, 'সুপ্রিম কোর্টের বরাদ্দ ৫ একর জমিতে মসজিদ নয়, আমাদের জন্য একটি স্কুল গড়ে দিন৷'

#মুম্বই: অযোধ্যায় মুসলিমদের মসজিদ গড়ার জন্য ৫ একর জমি বরাদ্দের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট৷ সেই ৫ একর জমিতে মসজিদ নয়, স্কুল চাইলেন বলিউডের বিখ্যাত স্ক্রিপ্টরাইটার ও প্রযোজক সেলিম খান৷ তাঁর কথায়, 'সুপ্রিম কোর্টের বরাদ্দ ৫ একর জমিতে মসজিদ নয়, আমাদের জন্য একটি স্কুল গড়ে দিন৷'
অযোধ্যা নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়ে সলমন খানের বাবা সেলিম খান বলেন, 'ইসলামে নবি মানুষের দুটি গুণের কথা বলেছে, প্রেম ও ক্ষমা৷ অযোধ্যার বিতর্ক শেষ হয়েছে৷ এই সময় মুসলিমদের প্রেম ও ক্ষমা মেনেই এগিয়ে যাওয়া উচিত৷ অতীত না ভেবে, ঠিক এই জায়গা থেকেই এগিয়ে চলা উচিত৷ এরকমই একটি সংবেদনশীল রায়ের পরে যে ভাবে শান্তি ও সম্প্রীতি বজায় রাখা হয়েছে, তা সত্যি প্রশংসনীয়৷ আসুন সবাই সুপ্রিম কোর্টের রায়কে গ্রহণ করি এবং বলি, বহু পুরনো ঝগড়া মিটে গিয়েছে৷'
advertisement
সেলিম খানের কথায়, 'মুসলিমদের উচিত, অযোধ্যা নিয়ে আলোচনা বন্ধ করা৷ তার চেয়ে একেবারে বেসিক সমস্যাগুলি নিয়ে আলোচনা ও সমাধানের ব্যবস্থা করা উচিত৷ আমাদের আরও অনেক স্কুল ও হাসপাতাল দরকার৷ কিংবা ওই ৫ একর জমিতে একটি বড় কলেজ গড়া হোক৷ মসজিদের দরকার নেই৷ ২২ কোটি মুসলিম যদি ঠিক মতো শিক্ষার আলোয় আলোকিত হন, তা হলে এই দেশের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে৷ আমি প্রধানমন্ত্রীর সঙ্গে একমত৷ আমাদের সত্যিই এখন শান্তির দরকার৷ অতীত নয়, ভবিষ্যত্‍ নিয়ে ভাবা দরকার৷ নতুন করে শুরু করা যাক সব বিবাদ ভুলে৷'
advertisement
advertisement
আরও ভিডিও: অযোধ্যা রায়ের পরের দিন কী পরিস্থিতি অযোধ্যায়?
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
মসজিদ নয়, অযোধ্যায় ৫ একর জমিতে আমাদের একটি স্কুল গড়ে দিন: সেলিম খান
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement