মসজিদ নয়, অযোধ্যায় ৫ একর জমিতে আমাদের একটি স্কুল গড়ে দিন: সেলিম খান

Last Updated:

তাঁর কথায়, 'সুপ্রিম কোর্টের বরাদ্দ ৫ একর জমিতে মসজিদ নয়, আমাদের জন্য একটি স্কুল গড়ে দিন৷'

#মুম্বই: অযোধ্যায় মুসলিমদের মসজিদ গড়ার জন্য ৫ একর জমি বরাদ্দের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট৷ সেই ৫ একর জমিতে মসজিদ নয়, স্কুল চাইলেন বলিউডের বিখ্যাত স্ক্রিপ্টরাইটার ও প্রযোজক সেলিম খান৷ তাঁর কথায়, 'সুপ্রিম কোর্টের বরাদ্দ ৫ একর জমিতে মসজিদ নয়, আমাদের জন্য একটি স্কুল গড়ে দিন৷'
অযোধ্যা নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়ে সলমন খানের বাবা সেলিম খান বলেন, 'ইসলামে নবি মানুষের দুটি গুণের কথা বলেছে, প্রেম ও ক্ষমা৷ অযোধ্যার বিতর্ক শেষ হয়েছে৷ এই সময় মুসলিমদের প্রেম ও ক্ষমা মেনেই এগিয়ে যাওয়া উচিত৷ অতীত না ভেবে, ঠিক এই জায়গা থেকেই এগিয়ে চলা উচিত৷ এরকমই একটি সংবেদনশীল রায়ের পরে যে ভাবে শান্তি ও সম্প্রীতি বজায় রাখা হয়েছে, তা সত্যি প্রশংসনীয়৷ আসুন সবাই সুপ্রিম কোর্টের রায়কে গ্রহণ করি এবং বলি, বহু পুরনো ঝগড়া মিটে গিয়েছে৷'
advertisement
সেলিম খানের কথায়, 'মুসলিমদের উচিত, অযোধ্যা নিয়ে আলোচনা বন্ধ করা৷ তার চেয়ে একেবারে বেসিক সমস্যাগুলি নিয়ে আলোচনা ও সমাধানের ব্যবস্থা করা উচিত৷ আমাদের আরও অনেক স্কুল ও হাসপাতাল দরকার৷ কিংবা ওই ৫ একর জমিতে একটি বড় কলেজ গড়া হোক৷ মসজিদের দরকার নেই৷ ২২ কোটি মুসলিম যদি ঠিক মতো শিক্ষার আলোয় আলোকিত হন, তা হলে এই দেশের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে৷ আমি প্রধানমন্ত্রীর সঙ্গে একমত৷ আমাদের সত্যিই এখন শান্তির দরকার৷ অতীত নয়, ভবিষ্যত্‍ নিয়ে ভাবা দরকার৷ নতুন করে শুরু করা যাক সব বিবাদ ভুলে৷'
advertisement
advertisement
আরও ভিডিও: অযোধ্যা রায়ের পরের দিন কী পরিস্থিতি অযোধ্যায়?
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
মসজিদ নয়, অযোধ্যায় ৫ একর জমিতে আমাদের একটি স্কুল গড়ে দিন: সেলিম খান
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement