বিমানের 'টয়লেটে' উদ্ধার সদ্যজাত !
Last Updated:
বিমানে এক সদ্যজাতকের উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ৷ ইম্ফল থেকে দিল্লিগামী এয়ার এশিয়ার বিমানে এই ঘটনা ঘটেছে ৷ বুধবারের এই ঘটনা হতবাক সকলেই ৷
#নয়াদিল্লি: বিমানে এক সদ্যজাতকের উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ৷ ইম্ফল থেকে দিল্লিগামী এয়ার এশিয়ার বিমানে এই ঘটনা ঘটেছে ৷ বুধবারের এই ঘটনা হতবাক সকলেই ৷ কীভাবে বিমানে এমন ঘটনা ঘটল, তা নিয়েও তৈরি হয়েছে দ্বন্দ্ব ৷ বিমান সংস্থা সূত্রের খবর বিমানের টয়লেটে পাওয়া গিয়েছে সদ্যজাতককে ৷ শুধু তাই নয়, তার মুখে গোজা ছিল টয়লেট পেপার ! যার জেরে মৃত্যু হয়েছে শিশুটির ৷ জানা গিয়েছে টয়লেটেই শিশুর জন্ম দেন তার মা ৷ তবে তারপর কেন এভাবে সন্তানের মুখে টয়লেট পেপার গুঁজে দেন তিনি, তাই জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ ৷
এক নাবালিকা শিশুটিকে জন্ম দেন ৷ তিনি ইম্ফলের বাসিন্দা জানিয়ে পুলিশ ৷ তদন্তও শুরু হয়েছে ৷ তবে কীভাবে অন্তঃসত্ত্বা এই অবস্থায় বিমানে উঠলেন, তা নিয়েই উঠছে প্রশ্ন ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 25, 2018 6:25 PM IST