গোটা মুম্বই জুড়ে হিংসাত্মক ঘটনা, অবশেষে বনধ প্রত্যাহার করল মারাঠা মোর্চা

Last Updated:

গোটা মুম্বই জুড়ে হিংসাত্মক ঘটনা, অবশেষে বনধ প্রত্যাহার করল মারাঠা মোর্চা

#মুম্বই:   মারাঠা সংরক্ষণের জন্য ডাকা মুম্বই বনধ অবশেষে প্রত্যাহার করে নিয়েছে মারাঠা ক্রান্তি মোর্চা । তাঁরা জানিয়েছে কাউকে আঘাত করা তাঁদের উদ্দেশ্য নয় ও সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে তাঁরা ।
এদিন সরকারি চাকরিক্ষেত্রে মারাঠা সম্প্রদায়ের জন্য ১৬শতাংশ আসন সংরক্ষণের দাবিতে মুম্বই জুড়ে বনধের ডাক দিয়েছিল মারাঠা ক্রান্তি মোর্চা ও সকল ক্রান্তি মোর্চা সহ বেশ কয়েকটি মারাঠা সংগঠন । সকাল থেকেই থানে, কান্দিভলি, দাদর, মুলুন্দ, চেম্বুর, নবি মুম্বই সহ মুম্বই ও আশপাশের অঞ্চলগুলিতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল । দাদরে ট্রেন আটকে বিক্ষোভ দেখায় আন্দোলনকারিরা । BEST বাস পরিষেবার বাসগুলিতে পাথর ছুঁড়েছিল বিক্ষোভকারীরা ফলে বেশ কয়েক জায়গায় বিদ্যুত ও ইন্টারনেন্ট পরিষেবা ব্যাহত হয়েছিল । মোর্চা নেতা রবীন্দ্র পাতিল জানিয়েছিলেন যতক্ষণ পর্যন্ত মুখ্যমন্ত্রী ফড়নবিস ক্ষমা না চাইবেন ততক্ষণ পর্যন্ত আন্দোলনের রাস্তা থেকে সরবেন না তাঁরা ।
advertisement
কিন্তু এদিন সকাল থেকেই পরিস্থিতি খারাপ হওয়ায় অবশেষে বনধ প্রত্যাহার করেছে মোর্চা । মোর্চার তরফ থেকে জানানো হয়েছে নিজেদের স্বার্থের জন্য  মুম্বই-এর বাসিন্দাদের ক্ষতি হোক এটা তাঁরা কখনোই চান না । তাঁরা আরও জানিয়েছে তাঁদের এই বনধ সফল হয়েছে কারণ তাঁদের সমর্থনে পথে নেমেছিলেন প্রচুর মানুষ । কিন্তু সহিংস কোনও আন্দোলনের পথে তাঁরা যেতে চান না, তাই বনধ  প্রত্যাহার করা হয়েছে ।
advertisement
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
গোটা মুম্বই জুড়ে হিংসাত্মক ঘটনা, অবশেষে বনধ প্রত্যাহার করল মারাঠা মোর্চা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement