Dal Lake Tragedy: শিকারায় ছিলেন বাবা-ছেলে, হঠাৎ ওলটপালট সবকিছু! এবার ডাল লেকে বিরাট বিপর্যয়

Last Updated:

এ দিন প্রাকৃতিক দুর্যোগের জেরে রাজধানী দিল্লিতেও বিমান চলাচল ব্যাহত হয়৷ দিল্লির ইন্দিরা গান্ধি বিমানবন্দরে একশোটিরও বেশি বিমান চলাচলে এর প্রভাব পড়ে৷

ডাল লেকে দুর্ঘটনা, চলছে উদ্ধারকাজ৷
ডাল লেকে দুর্ঘটনা, চলছে উদ্ধারকাজ৷
শ্রীনগর: ডাল লেকে শিকারা উল্টে বড়সড় বিপত্তি৷ একসঙ্গে লেকের জলে পড়ে গেলেন বাবা এবং ছেলে৷ স্থানীয়দের তৎপরতায় বাবাকে উদ্ধার করা সম্ভব হলেও এখনও নিখোঁজ ছেলে৷
শুক্রবার হজরতবলের কাছে ডাল লেকে এই দুর্ঘটনা ঘটে৷ দুর্ঘটনার খবর পেয়েই রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং স্থানীয় পুলিশ-প্রশাসন উদ্ধারকাজ শুরু করে৷
advertisement
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকাল থেকেই শ্রীনগরে আবহাওয়া খারাপ ছিল৷ প্রবল বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় বৃষ্টি৷ দুর্যোগের কবলে পড়ে শ্রীনগর এবং তার সন্নিহিত এলাকাগুলি৷ অনেক জায়গায় গাছ উপড়ে গিয়ে যান চলাচলও ব্যাহত হয়৷
advertisement
প্রবল বেগে ঝোড়ো হাওয়ার জেরেই শিকারাটি উল্টে যায় বলে খবর৷ শিকারার নিখোঁজ যাত্রীর খোঁজে চলছে তল্লাশি৷
এ দিন আবহাওয়ার এই দুর্যোগের কারণে দিল্লি থেকে শ্রীনগরগামী এবং মুম্বাই থেকে শ্রীনগরগামী দুটি বিমান শ্রীনগর বিমানবন্দরে অবতরণ করতে পারেনি৷ ওই বিমান দুটিকে যথাক্রমে চণ্ডীগড় এবং দিল্লিতে পাঠিয়ে দেওয়া হয়৷
এ দিন প্রাকৃতিক দুর্যোগের জেরে রাজধানী দিল্লিতেও বিমান চলাচল ব্যাহত হয়৷ দিল্লির ইন্দিরা গান্ধি বিমানবন্দরে একশোটিরও বেশি বিমান চলাচলে এর প্রভাব পড়ে৷ দিল্লি- এনসিআর এলাকায় ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির জেরে বহু বিমানই সময়মতো উড়ে যেতে এবং অবতরণ করতে পারেনি৷ উত্তর ভারতে যে আবহাওয়ার পরিস্থিতি খারাপ হতে পারে, আগেই সেই সতর্কতা জারি করেছিল আবহাওয়া দফতর৷
বাংলা খবর/ খবর/দেশ/
Dal Lake Tragedy: শিকারায় ছিলেন বাবা-ছেলে, হঠাৎ ওলটপালট সবকিছু! এবার ডাল লেকে বিরাট বিপর্যয়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement