#যোধপুর: অল্পের জন্য ব্লু হোয়েলর মারণ ফাঁদ থেকে রক্ষা করা গেল তরুণীকে ৷ কয়েকদিন আগেই রাজস্থানের যোধপুরে একটি ঝিলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে এক তরুণী ৷ এবার ফের ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন সে ৷
দশম শ্রেণির ছাত্রী তার পরিবারের সদস্যকে জানায় যে সোমবার রাতে বন্ধুর সঙ্গে দেখা করতে যাবে ৷ নিজের হাত কেটে নীল তিমির ছবিও এঁকেছিল সে ৷ ঝিলে ঝাঁপ দেওয়ার আগে ফোনটিও ছুঁড়ে ফেলে দিয়েছিল ওই কিশোরী ৷ কিন্তু পুলিশ তাকে উদ্ধার করে বাঁচাতে সফল হয়েছে ৷ সেই সময় তরুণী জানায় যে আত্মহত্যা না করলে তার মাকে মেরে ফেলা হবে ৷ ব্লু হোয়েল গেমে এমনই বলা হয়েছে তাকে ৷
এর কয়েকদিন পর ঘুমের ট্যাবলেট খেয়ে ফের আত্মহত্যা করার চেষ্টা করে ৷ ওই তরুণীকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে, আইসিইউ-তে চিকিৎসা চলছে তাঁর। আপাতত তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে চিকিৎসকেরা ৷