Viral Video: কুচকুচে কালো চেহারা,বাড়ির দরজায় ও কে? তামিলনাড়ুর এই ঘটনা যেন অবিশ্বাস্য
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
আইএফএস অফিসার প্রবীণ কাসওয়ান এই ভিডিওটি তাঁর এক্স হ্যান্ডেলে শেয়ার করেন৷
কুন্নুর: জনবসতি যত বাড়ছে, ততই কমছে সবুজ৷ এমন কি বনাঞ্চলেও থাবা বসাচ্ছে মানুষ৷ বনাঞ্চলের আশেপাশেও গড়ে উঠছে মানুষের ঘরবাড়ি৷ ফলে কখনও খাবারের সন্ধানে, কখনও আবার অন্য কোনও কারণে সেখানে চলে আসছে বন্যপ্রাণীরা৷ ঠিক যেমনটা ঘটল তামিলনাড়ুর নীলগিরির জঙ্গল লাগোয়া একটি এলাকায়৷
সম্প্রতি তামিলনাড়ুর কুন্নুরের একটি বাড়ির একেবারে দোড়গোড়ায় চলে আসে একটি ব্ল্যাক প্যান্থার৷ সিসিটিভিতে ধরা পড়ে সেই দৃশ্য৷ ব্ল্যাক প্যান্থারের দেখা এমনিতেই সচরাচর মেলে না৷ সেই ব্ল্যাক প্যান্থার একেবারে মানুষের বাড়়ির দরজায় চলে আসছে, এমন ঘটনা সত্যিই বিরল৷
advertisement
advertisement
আইএফএস অফিসার প্রবীণ কাসওয়ান এই ভিডিওটি তাঁর এক্স হ্যান্ডেলে শেয়ার করেন৷ ভিডিওতে দেখা গিয়েছে, একটি ব্ল্যাক প্যান্থার বাড়ির সদর দরজার সামনে দিয়ে রাজকীয় ভঙ্গিমায় হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে৷
Imagine somebody visiting you like this. Video from a house in Nilgiris. Do you know where else you can find black Panther ? pic.twitter.com/kCy95CMpTe
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) February 16, 2024
advertisement
ভিডিওটি শেয়ার করে ওই আইএফএস অফিসার লিখেছেন, ভাবুন, এরকম কেউ যদি আপনার বাড়িতেও চলে আসে? নীলগিরির একটি বাড়ির দৃশ্য৷ আপনারা কেউ বলতে পারবেন, এরকম ব্ল্যাক প্যান্থার আর কোথায় দেখতে পাওয়া যায়?
স্বভাবতই এমন দৃশ্য দেখতে পেয়ে অবাক এবং মুগ্ধ হয়েছেন পশুপ্রেমী এবং নেট ব্যবহারকারীরা৷ কারণ জঙ্গলে জঙ্গলে ঘুরলেও ব্ল্যাক প্যান্থারের মতো বিরল প্রাণীর দেখা মেলা ভাগ্যের ব্যাপার৷ সেখানে বাড়ির সদর দরজায় ব্ল্যাক প্যান্থার হাজির হয়েছে, তা যেন দেখেও বিশ্বাস হচ্ছে না অনেকের৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 17, 2024 11:28 PM IST